যে কোন সালের তারিখ দেখে বার বলার উপায়!
তারিখ দেখে বার বের করাঃ
কিছু কোড এর মাধম্যে খুব সহজে আমরা তারিখ দেখে কয়েক সেকেন্ডের মধ্য বার বের করে ফেলতে পারি অনায়াসে। নিচে তার আলোচনা করা হলোঃ
তারিখ দেখে
বার বের করার জন্য আমাদের প্রথমে একটা মাস ভিত্তিক ডিজিট কোড জানতে হবে। এই মাস ভিত্তিক
ডিজিট কোড নিন্মরুপঃ
জানুয়ারি
|
১
|
ফেব্রুয়ারি
|
৪
|
মার্চ
|
৪
|
এপ্রিল
|
০
|
মে
|
২
|
জুন
|
৫
|
জুলাই
|
০
|
আগস্ট
|
৩
|
সেপ্টেমবর
|
৬
|
অক্টোবর
|
১
|
নভেম্বর
|
৪
|
ডিসেম্বর
|
৬
|
শনিবার
|
০
|
রবিবার
|
১
|
সোমবার
|
২
|
মঙ্গলবার
|
৩
|
বুধবার
|
৪
|
বৃহস্পতিবার
|
৫
|
শুক্রবার
|
৬
|
একটি তারিখ
ধরি, যেমনঃ ১৯৭১ সালের ২৬ মার্চ
অর্থাৎ ১৯৭১
সালের ২৬ মার্চ কি বার ছিল তা বের করতে হবে?
১ম ধাপঃ
১৯৭১-১৯০০=৭১
২য় ধাপঃ
৭১ লিপ ইয়ার
কিনা তার জন্য চার দ্বারা ভাগ করতে হবে।
যেহেতু ৩
ভাগশেষ থাকে সেহেতু ৭১ লিপ ইয়ার নয়।
৩য় ধাপঃ
মার্চ মাসের
মাসের মাস কোড বের করতে হবে। মাস ভিত্তিক কোড থেকে আমরা পাই ৪।
৪র্থ ধাপঃ
প্রদত্ত তথ্য
থেকে নিচের সংখ্যাগুলো যোগ করতে হবেঃ
৫ম ধাপঃ
প্রাপ্ত ভাগফলকে
৭ দ্বারা ভাগ করতে হবেঃ
প্রাপ্ত ভাগশেষঃ
৬
৬ষ্ট ধাপঃ
ভাগশেষ কে
বার ভিত্তিক কোডের সাথে মিলাতে হবে। বার ভিত্তিক কোড থেকে ৬ এর জন্য বার শুক্রবার।
তাহলে, ১৯৭১
সালের ২৬ মার্চ ছিল শুক্রবার।
সত্যতা পরীক্ষাঃ
১৯৭১ সালের
২৬ মার্চের ক্যালেন্ডার দেখে নিঃ
ক্যালেন্ডারে দেখা যাচ্ছে ১৯৭১ এর ২৬ মার্চ ছিল শুক্রবার।
অতএব, সত্যতা
যাচাই হলো।
ব্যতিক্রমঃ
সাল যদি লিপ
ইয়ার হয় এবং তারিখ মার্চ মাসের পূর্বের হয় তবে ২য় ধাপের ভাগফল থেকে ১ কম ধরে হিসাব
করতে হবে।
যেমনঃ ১৯৫২
সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?
ইহা লিপ ইয়ার
এবং ২১ ফেব্রুয়ারি মার্চ মাসের আগের মাসের তারিখ; তাহলে আমরা ১৩ থেকে ১ কম ১২ নিয়ে
হিসাব করব।
ফেব্রুয়ারি
মাসের মাস কোড=৪
৫ হলো বৃহস্পতিবারের
কোড।
তাহলে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার।
এভাবে আমরা আমাদের জন্মবার বের করতে পারি।