জ্যামিতিঃ SSC Higher Math BD-Chapter 3.1

SSC higher math solution pdf, ssc higher math note book, এসএসসি উচ্চতর গণিত সমাধান, geometry, লম্ব অভিক্ষেপ, পীথাগোরাস ও এ্যাপোলোনিয়াসের উপপাদ্য,

জ্যামিতিঃ লম্ব অভিক্ষেপ, পীথাগোরাসের উপপাদ্য, এ্যাপোলোনিয়াসের উপপাদ্য, মধ্যমার সমপাত

. ABC এর B=600 হলে প্রমাণ কর যে, AC2=AB2+BC2-AB.BC

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

ABC এর B=600 হলে প্রমাণ করতে হবে যে, AC2=AB2+BC2-AB.BC

অঙ্কনঃ

ADBC টানি।

প্রমাণঃ

আমরা জানি, কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি অপেক্ষা দুই বাহুর যেকোনো একটি তার ওপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম।

ABC এর B=600, অর্থাৎ সূক্ষ্মকোণ এবং তাহলে BD,BC এর ওপর AB এর লম্ব অভিক্ষেপ।

AC2=AB2+BC2-2BC.BD……(i)

সমকোণী ABD লম্ব AD, ভূমি BD এবং অতিভুজ AB.

                   BD

∴ cosABD=--------
                   AB

[cosθ=ভুমি/অতিভুজ]

বা, BD=AB.cosABD

          =AB.cos600

          =AB.½

          =½AB

এখন, (i) নং BD এর মান বসিয়ে পাই,

AC2=AB2+BC2-2BC.½AB

     = AB2+BC2-BC.AB

AC2=AB2+BC2-AB.BC (প্রমাণিত)

. ABC এর B=1200 হলে প্রমাণ কর যে, AC2=AB2+BC2-AB.BC

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC এর B=1200 হলে প্রমাণ করতে হবে যে, AC2=AB2+BC2-AB.BC

অঙ্কনঃ

CB এর বর্ধিতাংশের ওপর AD লম্ব আঁকি।

প্রমাণঃ

আমরা জানি, স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র কোণের সন্নিহিত দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এবং দুই বাহুর যে কোনো একটি তার ওপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান।

এখন, ABC এর B=1200, অর্থাৎ স্থুলকোণ

AC2=AB2+BC2-2BC.BD……(i)

CD সরলরেখার ওপর ABC ABD দুইটি সন্নিহিত কোণ।

ABC + ABD = 1800

বা, 1200+ ABD = 1800

বা, ABD = 1800-1200

বা, ABD = 600

এখন, সমকোণী ABD লম্ব AD, ভূমি BD এবং অতিভুজ AB.

                  BD

cosABD=--------
                  AB

[cosθ=ভুমি/অতিভুজ]

বা, BD=AB.cosABD

          =AB.cos600

          =AB.½

          =½AB

(i) নং BD এর মান বসিয়ে পাই,

AC2=AB2+BC2+2BC.½AB

     = AB2+BC2+BC.AB

AC2=AB2+BC2+AB.BC (প্রমাণিত)

. ABC এর C=900 এবং BC এর মধ্যবিন্দু D প্রমাণ কর যে, AB2=AD2+3BD2

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC এর C=900 এবং BC এর মধ্যবিন্দু D প্রমাণ করতে হবে যে, AB2=AD2+3BD2

প্রমাণঃ

ABC এর C=900

AB2=AC2+BC2 [পীথাগোরাসের উপপাদ্য অনুসারে]

          =AC2+(BD+CD)2 [BC=BD+CD]

          =AC2+BD2+2BD.CD+CD2

          =(AC2+CD2)+BD2+2BD.BD [D, BC এর মধ্যবিন্দু]

          =(AC2+CD2)+BD2+2BD2

          =(AC2+CD2)+3BD2

          =AD2+3BD2 [ACD- পীথাগোরাসের সূত্রানুসারে AD2=AC2+CD2 কারন C=900]

AB2=AD2+3BD2 (প্রমাণিত)

. ABC AD,BC বাহুর উপর লম্ব এবং BE, AC এর উপর লম্ব। দেখাও যে, BC.CD=AC.CE

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC AD,BC বাহুর উপর লম্ব এবং BE, AC এর উপর লম্ব। দেখাও যে, BC.CD=AC.CE

প্রমাণঃ

ABC এর ACB সূক্ষ্মকোণ; AD,BC বাহুর উপর লম্ব এবং CD, BC বাহুতে AC বাহুর লম্ব অভিক্ষেপ।

AB2=AC2+BC2-2BC.CD.(i)

আবার,

ABC এর ACB সূক্ষ্মকোণ; BE,AC বাহুর উপর লম্ব এবং CE, AC বাহুতে BC বাহুর লম্ব অভিক্ষেপ।

AB2=BC2+AC2-2AC.CE……(ii)

(i) (ii) হতে পাই,

AC2+BC2-2BC.CD=AB2=BC2+AC2-2AC.CE

বা, -2BC.CD=-2AC.CE

বা, BC.CD=AC.CE (প্রমাণিত)

. ABC এর BC বাহু P Q বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ কর যে, AB2+AC2=AP2+AQ2+4PQ2

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC এর BC বাহু P Q বিন্দুতে তিনটি সমান অংশে বিভক্ত হয়েছে অর্থাৎ BP=PQ=QC A,P A,Q যোগ করি। প্রমাণ কর যে, AB2+AC2=AP2+AQ2+4PQ2

প্রমাণঃ

ABQ এর মধ্যমা AP [BP=PQ]

এ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে,

AB2+AQ2=2(AP2+PQ2)……(i)

আবার, ABC এর মধ্যমা AQ [PQ=QC]

AP2+AC2=2(AQ2+PQ2)..(ii)

এখন, (i) (ii) নং যোগ করে পাই,

AB2+AQ2+ AP2+AC2=2(AP2+PQ2)+2(AQ2+PQ2)

বা, AB2+AC2=2(AP2+PQ2)+2(AQ2+PQ2)- AQ2- AP2

বা, AB2+AC2=2AP2+2PQ2+2AQ2+2PQ2-AQ2-AP2

বা, AB2+AC2=AP2+AQ2+4PQ2 (প্রমাণিত)

. ABC এর AB=AC ভূমি BC এর উপর P যেকোনো বিন্দু। প্রমাণ কর যে, AB2-AP2=BP.PC

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC এর AB=AC ভূমি BC এর উপর P যেকোনো বিন্দু। প্রমাণ কর যে, AB2-AP2=BP.PC

অঙ্কনঃ

ADBC আঁকি।

প্রমাণঃ

ABD এর ADB=এক সমকোণ এবং AB অতিভুজ।

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,

AB2=AD2+BD2..(i)

আবার,  

APD এর ADP=এক সমকোণ এবং AP অতিভুজ।

পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,

AP2=AD2+PD2……(ii)

এখন (i) নং থেকে (ii) নং সমীকরণ বিয়োগ করে পাই,

AB2-AP2=AD2+BD2-AD2-PD2

বা, AB2-AP2=BD2-PD2

বা, AB2-AP2=(BD-PD)(BD+PD)

বা, AB2-AP2=BP(BD+PD)

বা, AB2-AP2=BP(CD+PD) [সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির ওপর লম্ব ভুমিকে সমদ্বিখন্ডিত করে অর্থাৎ BD=CD]

বা, AB2-AP2=BP.PC (প্রমাণিত)

. ABC এর মধ্যমাত্রয় G বিন্দুতে মিলিত হলে প্রমাণ কর যেAB2+BC2+AC2=3(GA2+GB2+GC2).

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABC এর মধ্যমাত্রয় যথাক্রমে AD, BE CF পরস্পর G বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে, AB2+BC2+AC2=3(GA2+GB2+GC2).

প্রমাণঃ

ABC এর AD, BE CF তিনটি মধ্যমা।

 এ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে,

AB2+CA2=2(AD2+BD2)…….(i)

AB2+BC2=2(BE2+CE2)…….(ii)

এবং BC2+CA2=2(CF2+BF2)……(iii)

এখন, (i), (ii) (iii) যোগ করে পাই,

2AB2+2BC2+2CA2=2AD2+2BD2+2BE2+2CE2+2CF2+2BF2

বা, 2(AB2+BC2+CA2)=2(AD2+BE2+CF2)+2(BD2+CE2+BF2)

বা, 4(AB2+BC2+CA2)=4(AD2+BE2+CF2)+4(BD2+CE2+BF2) [উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করে]

বা, 4(AB2+BC2+CA2)=4(AD2+BE2+CF2)+(2BD)2+(2CE)2+(2BF)2

বা, 4(AB2+BC2+CA2)=4(AD2+BE2+CF2)+BC2+CA2+AB2

বা, 3(AB2+BC2+CA2)=4(AD2+BE2+CF2)

বা, 3(AB2+BC2+CA2)=4AD2+4BE2+4CF2..(iV)

আমরা জানি, ত্রিভুজের মধ্যমাগুলো সমপাত বিন্দুতে 2 : 1 অনুপাতে বিভক্ত করে।

তাহলে,

AG          2

------ = ------
GD          1

      GD          1

বা, ------- = ------
      AG          2

      GD+AG          1+2

বা, ------------ = ---------
          AG                2

      AD          3

বা, ------- = ------
      AG          2

বা, 2AD=3AG

বা, 4AD2=9AG2

অনুরূপভাবে পাই,

4BE2=9BG2 এবং 4CF2=9CG2

4AD2, 4BE2 ও 4CF2 এর মান (iv) নং এ বসিয়ে পাই,

3(AB2+BC2+CA2)=9AG2+9BG2+9CG2

বা, 3(AB2+BC2+CA2)=9(AG2+BG2+CG2)

বা, (AB2+BC2+CA2)=3(GA2+GB2+GC2). [প্রমাণিত]

All chapter pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment