ফাংশন : SSC Higher Math BD-Chapter 1.2 (11-17) Part 2
ফাংশনঃ অন্বয় ও ফাংশন, অন্বয়ের ডোমেন, অন্বয়ের সদস্য, অন্বয়ের রেঞ্জ, ডোমেন, রেঞ্জ, বিপরীত অন্বয়, অন্বয়ের লেখচিত্র, মান নির্ণয়।
১১. ক) f : R à R একটি ফাংশন যা f(x)=ax+b; a,b ∈ R দ্বারা সংজ্ঞায়িত হলে, দেখাও যে, f এক-এক এবং সার্বিক।
খ) f : [0,1]à[0,1]ফাংশনটি f(x)=√(1-x2) দ্বারা সংজ্ঞায়িত হলে, দেখাও যে, f এক-এক এবং সার্বিক।
সমাধানঃ
(ক) দেওয়া আছে, f(x)=ax+b
ধরি, x1, x2
∈ ডোম
f
এখন,
f(x1)=f(x2) এর জন্য f এক-এক ফাংশন হবে যদি এবং কেবল যদি x1=x2
হয়।
এখন, f(x1)=ax1+b
এবং f(x2)=ax2+b
∴ f(x1)=f(x2)
বা, ax1+b= ax2+b
বা, ax1=ax2
বা, x1=x2
অতএব, প্রদত্ত ফাংশন এক-এক
ফাংশন।
এখন ধরি, y=f(x)=ax+b
বা, y=ax+b
বা, ax=y-b
y-b
এখন, f(x)=ax+b
y-b
y-b
=y-b+b
=y
=f(x)
অতএব, ফাংশটি অনটু বা সার্বিক।
(খ) দেওয়া আছে, f(x)=
√(1-x2)
তাহলে, f(a)= √(1-a2) এবং f(b)=√(1-b2)
যদি f(a)=f(b) হয়, তবে
√(1-a2)= √(1-b2)
বা, 1-a2=1-b2
বা, -a2=-b2
বা, a2=b2
বা, a=b
অতএব, ফাংশনটি এক-এক ফাংশন।
আবার ধরি, y=f(x)=√(1-x2)
বা, y2=1-x2
বা, x2=1-y2
বা, x=√(1-y2)
এখন, f(x)=√(1-x2)
f(√{1-y2})=√[1-{√(1-y2)}2]
=√{1-(1-y2)}
=√(1-1+y2)
=√y2
=y
=f(x)
∴ ফাংশনটি সার্বিক বা অনটু।
১২. ক) যদি f :
RàR এবং g : RàR ফাংশনদ্বয় f(x)=x3+5 এবং g(x)=(x-5)1/3
দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখাও যে, g=f-1।
সমাধানঃ
দেওয়া আছে, f(x)=x3+5
এবং g(x)=(x-5)1/3
ধরি, y=f(x)=x3+5
বা, y=x3+5 এবং y=f(x)
বা, x3=y-5 বা, x=f-1(y)…….(i)
বা, x=(y-5)1/3……(ii)
(i) ও (ii) হতে,
f-1(y)=(y-5)1/3
বা, f-1(x)=(x-5)1/3
বা, f-1(x)=g(x)
[দেওয়া তথ্য হতে]
বা, g=f-1 (দেখানো
হলো)
খ) যদি f : RàR ফাংশনটি f(x)=5x-4 দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে y=f-1(x)
নির্ণয় কর।
সমাধানঃ
দেওয়া আছে, f : RàR ফাংশনটি f(x)=5x-4
ধরি, a=f(x)=5x-4
বা, a=5x-4 অথবা, a=f(x)
বা, 5x=a+4 বা, x=f-1(a)…..(i)
a+4
(i) ও (ii) হতে পাই,
a+4
x+4
x+4
১৩. S অন্বয়ের লেখচিত্র
অঙ্কন কর এবং অন্বয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় কর।
ক) S={(x,y) :
2x-y+5=0}
সমাধানঃ
S-এর বর্ণনাকারী সমীকরণ,
2x-y+5=0
বা, y=2x+5 থেকে x ও y এর
কয়েকটি সংশ্লিষ্ট মান নিচের ছকে নির্ণয় করা হলো-
x
|
0
|
1
|
-1
|
y
|
5
|
7
|
3
|
এখন, উপরোক্ত বিন্দুগুলো
নিয়ে নিচের লেখচিত্র আঁকি।
লেখচিত্রে, y অক্ষের সমান্তরাল
কোনো রেখার ওপর S এর দুইটি বিন্দু নেই। সুতরাং এটি একটি ফাংশন।
খ) S={(x,y) :
x+y=1}
সমাধানঃ
S-এর বর্ণনাকারী সমীকরণ,
x+y=1
বা, y=1-x থেকে x ও y এর
কয়েকটি সংশ্লিষ্ট মান নিচের ছকে নির্ণয় করা হলো-
x
|
0
|
1
|
-2
|
y
|
1
|
0
|
3
|
এখন, উপরোক্ত বিন্দুগুলো
নিয়ে নিচের লেখচিত্র আঁকি।
লেখচিত্রে, y অক্ষের সমান্তরাল
কোনো রেখার ওপর S এর দুইটি বিন্দু নেই। সুতরাং এটি একটি ফাংশন।
গ) S={(x,y) :
3x+y=4}
সমাধানঃ
S-এর বর্ণনাকারী সমীকরণ,
3x+y=4
বা, y=4-3x থেকে x ও y এর
কয়েকটি সংশ্লিষ্ট মান নিচের ছকে নির্ণয় করা হলো-
x
|
0
|
1
|
2
|
y
|
4
|
1
|
-2
|
এখন, উপরোক্ত বিন্দুগুলো
নিয়ে নিচের লেখচিত্র আঁকি।
লেখচিত্রে, y অক্ষের সমান্তরাল
কোনো রেখার ওপর S এর দুইটি বিন্দু নেই। সুতরাং এটি একটি ফাংশন।
ঘ) S={(x,y) :
x=-2}
সমাধানঃ
S-এর বর্ণনাকারী সমীকরণ,
x=-2 তে y যুক্ত কোনো প্পদ
নেই। y এর মান যাই হোক না কেন x এর মান সর্বদাই -2. S অন্বয়ের লেখচিত্র হলো y অক্ষের
সমান্তরাল রেখা যা মূলবিন্দু হতে 2 একক বামে অবস্থিত।
লেখচিত্রে, y অক্ষের সমান্তরাল
রেখার ওপর অসংখ্য বিন্দু আছে। সুতরাং এটি একটি ফাংশন নয়।
১৪. S অন্বয়ের লেখচিত্র
অঙ্কন কর এবং অন্বয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় কর।
ক) S={(x,y) :
x2+y2=25}
সমাধানঃ
S-এর বর্ণনাকারী সমীকরণ,
x2+y2=25
বা, (x-0)2+(y-0)2=52
∴S এর লেখ একটি বৃত্ত যার কেন্দ্র
(0,0) এবং ব্যাসার্ধ 5. ছক কাগজে (0,0) বিন্দু পাতন করে একে 5 একক ব্যাসার্ধ নিয়ে একটি
বৃত্ত আকলেই S এর লেখ পাওয়া যাবে। নিচে তা দেখানো হলো।
লেখচিত্রে দেখা যায় y অক্ষের
ওপর দুইটি বিন্দু (0,5) ও (0,-5) অবস্থিত। সুতরাং S একটি ফাংশন নয়।
খ) S={(x,y) :
x2+y=9}
সমাধানঃ
S-এর বর্ণনাকারী সমীকরণ,
x2+y2=9
বা, (x-0)2+(y-0)2=32
∴S এর লেখ একটি বৃত্ত যার কেন্দ্র
(0,0) এবং ব্যাসার্ধ 3. ছক কাগজে (0,0) বিন্দু পাতন করে একে 3 একক ব্যাসার্ধ নিয়ে একটি
বৃত্ত আকলেই S এর লেখ পাওয়া যাবে। নিচে তা দেখানো হলো।
লেখচিত্রে দেখা যায় y অক্ষের
ওপর দুইটি বিন্দু (0,3) ও (0,-3) অবস্থিত। সুতরাং S একটি ফাংশন নয়।
১৫. দেওয়া আছে,
F(x)=2x-1
ক) F(x+1) এবং
F(½) এর মান নির্ণয় কর।
সমাধানঃ
দেওয়া আছে, F(x)=2x-1
F(x+1)=2(x+1)-1
=2x+2-1
=2x+1
F(½)=2.(½)-1
=1-1
=0
খ) F(x) ফাংশনটি
এক.এক. কিনা তা যাচাই কর, যখন x,y∈R।
সমাধানঃ
দেওয়া আছে, F(x)=2x-1
∴ F(a)=2a-1 এবং F(b)=2b-1
এখন, F(a)=F(b) এর জন্য
2a-1=2b-1
বা, 2a=2b
বা, a=b
সুতরাং ফাংশনটি এক-এক।
গ) F(x)=y হলে x
এর তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য y এর মান নির্ণয় কর এবং y=2x-1 সমীকরণটির লেখচিত্র
অঙ্কন কর।
সমাধানঃ
F(x)=y
বা, F(x)=2x-1=y [y=2x-1]
বা, 2x=y+1
বা, x=½(y+1)
এখন, y=1 হলে, ½(1+1)= ½✕2=1
y=3 হলে, ½(3+1)= ½✕4=2
y=5 হলে, ½(5+1)= ½✕6=3
∴ x এর তিনটি মান 1,2,3
এখানে, ক্রমজোড় তিনটি
(1,1), (2,3), (3,5)
এবং এই তিনটি বিন্দু দ্বারা
অঙ্কিত লেখচিত্র নিন্মরূপঃ
১৬. f : RàR এবং g : RàR ফাংশন দুইটি যথাক্রমে f(x)=3x+3 এবং g(x)=(x-3)/3
দ্বারা সংজ্ঞায়িত।
ক) g-1(-3)
এর মান নির্ণয় কর।
সমাধানঃ
দেওয়া আছে,
x-3
ধরি, y=g(x)
x-3
বা, 3y=x-3
বা, x=3y+3……..(i)
আবার, y=g(x)
বা, x=g-1(y)…….(ii)
(i) ও (ii) হতে পাই,
g-1(y)=3y+3
বা, g-1(-3)=3.(-3)+3
=-9+3
=-6
খ) f(x) সার্বিক
ফাংশন কিনা তা নির্ধারণ কর।
সমাধানঃ
দেওয়া আছে, f : RàR এবং
f(x)=3x+3
ধরি, y=f(x)
বা, y=3x+3
বা, 3x=y-3
y-3
এখন, f(x)=3x+3
y-3 y-3
=y-3+3
=y
=f(x)
∴ ফাংশনটি সার্বিক।
গ) দেখাও যে,
g=f-1।
সমাধানঃ
দেওয়া আছে, f(x)=3x+3
ধরি, y=f(x)
বা, y=3x+3
বা, 3x=y-3
y-3
এখন,
y=f(x)
বা, x=f-1(y)……(ii)
(i) ও (ii) হতে পাই,
y-3
x-3
আবার, দেওয়া আছে,
x-3
(iii) ও (iv) হতে পাই,
f-1(x)=g(x)
বা, g=f-1 (দেখানো
হলো)
১৭. দেওয়া আছে,
f(x)= √(x-4)
ক) f(x) এর ডোমেন
নির্ণয় কর।
সমাধানঃ
দেওয়া আছে, f(x)= √(x-4)
x এর মান ডোমেন হলে f(x)
এর মান হবে রেঞ্জ।
f(x) এর বাস্তব মান পাওয়া
যাবে যদি এবং কেবল যদি
x-4≥0
হয়
বা, x≥4 হয়।
সুতরাং
ডোম f={x∈R : x≥4}
খ) f(x) এক-এক ফাংশন
কিনা নির্ধারণ কর।
সমাধানঃ
দেওয়া আছে, f(x)=√(x-4)
∴ f(a)= √(a-4) এবং f(b)=
√(b-4)
এখন, f(a)=f(b) এর জন্য ফাংশনটি এক-এক হবে
যদি এবং কেবল যদি a=b হয়।
এখন, f(a)=f(b) হলে,
√(a-4)=
√(b-4)
বা, a-4=b-4 [উভয়পক্ষকে বর্গ করে]
বা, a=b
∴ ফাংশনটি এক-এক।
গ) f-1(x)
ফাংশন কিনা তা লেখচিত্রের সাহায্যে নির্ণয় কর।
সমাধানঃ
দেওয়া আছে, f(x)=√(x-4)
ধরি, y=f(x)
বা, x=f-1(y)…….(i)
এবং y=f(x)=√(x-4)
বা, y=√(x-4)
বা, y2=x-4
বা, x-4=y2
বা, x=y2+4……(ii)
(i) ও (ii) হতে পাই,
f-1(y)=y2+4
বা, f-1(x)=x2+4
x এর কয়েকটি মানের জন্য f-1(x)
এর মান নির্ণয় করি।
x
|
-1
|
0
|
1
|
f-1(x)
|
5
|
4
|
5
|
এখন, উপরোক্ত বিন্দুগুলো
নিয়ে নিচের লেখচিত্র আঁকি।
লেখচিত্রে, y অক্ষের সমান্তরাল
কোনো রেখার ওপর f-1(x) এর দুইটি বিন্দু নেই। সুতরাং এটি একটি ফাংশন।
এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।