JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৮.১ চতুর্ভুজ (14-19) Part 2

jsc math solution 2021 pdf, 8th class maths guide pdf free download, math book solution BD, class 8 srijonshil math, Class 8 Chapter 8.1, চতুর্ভুজ

চতুর্ভুজ

এই অধ্যায়ের পূর্বের অংশঃ

JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৮.১ চতুর্ভুজ (1-13) Part 1

১৪. দেওয়া আছে, ABCD সামন্তরিকের AM ও CN, DB এর উপর লম্ব। প্রমাণ কর যে, ANCM একটি সামন্তরিক।



সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABCD সামন্তরিকের AM ও CN, DB এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে, ANCM একটি সামন্তরিক।

প্রমাণঃ

△ADB এর ক্ষেত্রফল= ½.BD.AM [AM=উচ্চতা; BD=ভূমি]

△BDC এর ক্ষেত্রফল= ½.BD.CN [CN=উচ্চতা; BD=ভূমি]

এখন, △ADB এর ক্ষেত্রফল=△BDC এর ক্ষেত্রফল [ সামন্তরিকের কর্ণ সামন্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে]

½.BD.AM=½.BD.CN

বা, AM=CN

এখন, AM ও CN একই রেখা BD এর উপর লম্ব।

AM।।CN

অর্থাৎ, AMCN এর বিপরীত দুইটি বাহু সমান ও সমান্তরাল।

AMCN একটি সামন্তরিক (প্রমাণিত)

১৫. চিত্রে, AB=CD এবং AB।।CD



ক. AB ভুমিবিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম লেখ।

সমাধানঃ

AB ভুমিবিশিষ্ট দুইটি ত্রিভুজের নামঃ

ABD ও ABC

খ. প্রমাণ কর যে, AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল।

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, চিত্রে, AB=CD এবং AB।।CD। প্রমাণ করতে হবে যে, AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল।

প্রমাণঃ

△ABD BDC এর মধ্যে

AB=DC [শর্তানুসারে]

BD সাধারণ বাহু

∠CDB=∠ABD [AB।।DC ও BD ছেদক বলে]

△ABDBDC

তাহলে, AD=BC এবং ∠ADB=∠DBC

এখন, ∠ADB=∠DBC ও BD তাদের ছেদক

∴ AD।।BC

সুতরাং, AD ও BC পরস্পর সমান ও সমান্তরাল (প্রমাণিত)

গ. দেখাও যে, OA=OC এবং OB=OD.

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, চিত্রে, AB=CD এবং AB।।CD। দেখাতে হবে যে, OA=OC এবং OB=OD

প্রমাণঃ

△AOB △DOC

AB=DC [শর্তানুসারে]

AOB=∠DOC [বিপ্রতীপ কোণ]

DCO=∠OAB [AB।।DC AC ছেদক বলে]

△AOB △DOC

তাহলে, OA=OC এবং OB=OD (প্রমাণিত)।

১৬. ABCD একটি সামন্তরিক। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।

ক) BAD=700 হলে ∠ABC এর মান নির্ণয় কর।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি সামন্তরিক। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। BAD=700∠ABC এর মান নির্ণয় করতে হবে।

অঙ্কনঃ

AB কে M পর্যন্ত বর্ধিত করি।

প্রমাণঃ

ABCD সামন্তরিক এর AD।।BC [সামন্তরিক বলে]

∴ ∠BAD=MBC=700

কিন্তু,

ABC+MBC=1800

বা, ABC+700=1800

বা, ABC=1800-700

বা, ABC=1100

খ) AC=BD হলে, প্রমাণ কর যে, ABCD একটি আয়ত।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি সামন্তরিক। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। AC=BD হলে, প্রমাণ করতে হবে যে, ABCD একটি আয়ত।

প্রমাণঃ

ABD ও △ABC এর মধ্যে

AC=BD [শর্তানুসারে]

AB সাধারণ বাহু

AD=BC [সামন্তরিকের বিপরীত বাহু সামন]

ABD △ABC

তাহলে, DAB=∠ABC

অনুরুপভাবে আমরা পাই, ∠DAB=∠ABC=∠BCD=∠CDA

এখন চতুর্ভুজের চারটি কোন সমান হবে যদি প্রত্যেক কোনের মান 900 হয়।

∴ ∠DAB=∠ABC=∠BCD=∠CDA=900

ABCD একটি আয়ত (প্রমাণিত)

গ) AB=AD হলে, প্রমাণ কর যে, AC BD পরস্পরকে O বিন্দুতে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, ABCD একটি সামন্তরিক। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। AB=AD হলে, প্রমাণ করতে হবে যে, AC BD পরস্পরকে O বিন্দুতে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

প্রমাণঃ

△ABD

AD=AB

∴ ∠ADB=∠ABD …..(i)

△AOD △AOB

AD=AB [শর্তানুসারে]

AO সাধারণ বাহু

∠ADO=∠ABO [(i) নং হতে]

△AOD △AOB

তাহলে, OB=OD এবং AOB=∠AOD

এখন, AOB ও ∠AOD পরস্পর সম্পূরক কোণ

∴ ∠AOB=∠AOD=900

একইভাবে তুলনা করে পাই, AO=OC এবং O বিন্দুতে উৎপন্ন প্রত্যেকটি কোণ সমকোণ।

∴ AC BD পরস্পরকে O বিন্দুতে সমকোণে সমদ্বিখন্ডিত করে (প্রমাণিত)

১৭. ABCD চতুর্ভুজে AC ও BD কর্ণদ্বয় অসমান এবং যেকোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ।

ক) চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা দাও।

সমাধানঃ

ঘুড়ি হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান।



চিত্রে ABCD একটি ঘুড়ি। যেখানে সন্নিহিত বাহু AB=AD ও BC=DC.

খ) প্রমাণ কর যে, AB=CD এবং AD=BC

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

ABCD চতুর্ভুজে AC ও BD কর্ণদ্বয় অসমান এবং যেকোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে, AB=CD এবং AD=BC.

প্রমাণঃ

ABCD চতুর্ভুজে যেকোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ ।

তাহলে, ∠DAB+∠ABC=1800

∴ AD।।BC

একইভাবে, AB।।DC

এখন,

△ABD △BDC

∠ADB=∠DBC [AD।।BC; BD তাদের ছেদক]

BDC=∠ABD [AB।।DC; BD তাদের ছেদক]

BD সাধারণ বাহু।

△ABD △BDC

তাহলে, AD=BC ও AB=CD (প্রমাণিত)

গ) B ও D বিন্দু হতে AC এর উপর BP এবং DQ লম্ব আঁকা হলে, প্রমাণ কর যে, BPDQ একটি সামন্তরিক।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

ABCD চতুর্ভুজে B ও D বিন্দু হতে AC এর উপর BP এবং DQ লম্ব আঁকি। প্রমাণ করতে হবে যে, BPDQ একটি সামন্তরিক।

প্রমাণঃ

△ADQ △BPC

AD=BC [খ হতে]

DAQ=∠BCP [AD।।BC; AC তাদের ছেদক]

AQD=∠BPC=900 [অঙ্কনানুসারে]

△ADQ △BPC

তাহলে, DQ=BP

এখন, DQ ও BP একই রেখা AC এর উপর লম্ব।

DQ।।BP

এখন DQ=BP, DQ।।BP

BPDQ একটি সামন্তরিক (প্রমাণিত)

১৮. একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেমি, 8 সেমি, এবং 5 সেমি। ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,

আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a=10 সেমি

‘’ প্রস্থ b=8 সেমি

‘’ উচ্চতা c=5 সেমি

আমরা জানি,

আয়তাকার সমগ্র পৃষ্টের ক্ষেত্রফল

= 2(ab+bc+ca) বর্গ একক

=2(108+85+510) বর্গ সেমি

=2(80+40+50) বর্গ সেমি

=2170 বর্গ সেমি

=340 বর্গ সেমি

১৯. একটি ঘনকাকৃতি বাক্সের ধার 6.5 সেমি হলে, বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে,

ঘনকাকৃতি বাক্সের ধার a= 6.5 সেমি

বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল

=2(aa+aa+aa)  [ঘনকের দৈর্ঘ্য=প্রস্থ=উচ্চতা]

=2(a2+a2+a2)

=23a2

=6a2

=6(6.5)2

=253.5 বর্গ সেমি।

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment