JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৯ পিথাগোরাসের উপপাদ্য (12-23) Part 2
পিথাগোরাসের উপপাদ্য
এই অধ্যায়ের পূর্বের অংশঃ
১২. একটি ত্রিভুজের
বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে এর বৃহত্তম কোনটির মান কত?
ক) 800 খ) 900 গ) 1000
ঘ) 1200
উত্তরঃ খ
১৩. সমকোণী ত্রিভুজের
সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 50 হলে ক্ষুদ্রতম কোনটির মান কত?
ক) 400 খ) 42.50 গ) 47.50 ঘ) 500
উত্তরঃ খ
১৪. সমকোণী ত্রিভুজের
অতিভুজ x একক এবং অপর বাহুদ্বয়ের একটি y একক হলে ৩য় বাহুটির দৈর্ঘ্য কত একক?
ক) x2+y2 খ) √(x2+y2)
গ) √(x2-y2) ঘ)
x2-y2
উত্তরঃ গ
১৫. পরিমাপটির কোন
পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
ক) 4, 4, 5 খ) 5, 12, 13
গ) 8, 10, 12 ঘ) 2, 3, 4
উত্তরঃ খ
১৬. △ABC এ ∠A=১ সমকোণ হলে এর
i. অতিভুজ BC
ii. ক্ষেত্রফল=½.AB.AC
iii. BC2=AB2+AC2
নিচের কোনটি সঠিক?
ক) I ও ii খ) I ও iii গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
১৭. সমকোণী ত্রিভুজের-
i. বৃহত্তম বাহুটি অতিভুজ
ii. ক্ষুদ্রতর বাহুদ্বয়ের
বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান।
iii. সূক্ষ্মকোণদ্বয় পরস্পরের
পূরক
নিচের কোনটি সঠিক?
ক) I ও ii খ) I ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
#নিচের চিত্রের
আলোকে ১৮, ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
চিত্রে ∠A=900
১৮. PQ এর দৈর্ঘ্য কত সেমি?
ক) 6 খ) 6.5
গ) 7 ঘ) 9.5
উত্তরঃ খ
১৯. △ABC=কত বর্গ সেমি?
ক) 39 খ) 32.5
গ) 30 ঘ) 15
উত্তরঃ গ
২০. △APQ এর পরিসীমা কত সেমি?
ক) 15 খ) 12.5
গ) 10 ঘ) 7.5
উত্তরঃ ক
২১. ABCDE বহুভুজে
AE।।BC, CF⊥AE এবং DQ⊥CF. ED=10 মিমি. EF=2 মিমি. BC=8 মিমি. AB=12 মিমি.
উপরের তথ্যের ভিত্তিতে নিচের (১-৪) নম্বর প্রশ্নের উত্তর
দাওঃ
(১) ABCF চতুর্ভুজের
ক্ষেত্রফল কত বর্গ মিমি?
ক) 64 খ) 96 গ) 100
ঘ) 144
উত্তরঃ খ
(২) নিচের কোনটি
FPC ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে?
ক) 32 বর্গ মিমি খ) 48 বর্গ
মিমি গ) 72 বর্গ মিমি ঘ) 60 বর্গ মিমি
উত্তরঃ খ
(৩) CD-এর দৈর্ঘ্য
নিচের কোনটিতে প্রকাশ পায়?
ক) 2√2 মিমি খ) 4মিমি
গ) 4√2 মিমি
ঘ) 8 মিমি
উত্তরঃ ক
(৪) নিচের কোনটিতে
△FPC ও △DQC এর ক্ষেত্রফলের
অন্তর নির্দেশ করে?
ক) 46 বর্গ মিমি খ) 48 বর্গ মিমি গ) 50 বর্গ মিমি ঘ) 52 বর্গ মিমি
উত্তরঃ ক
২২.
ক. PQST কী ধরনের
চতুর্ভুজ? স্বপক্ষে যুক্তি দাও।
সমাধানঃ
PQST চতুর্ভুজটি ট্রাপিজিয়াম।
কারণ PQST চতুর্ভুজের বিপরীত বাহু PQ ও TS বাহুদ্বয় সমান্তরাল এবং অপর বিপরীত PT ও
QS বাহুদ্বয় অসমান্তরাল।
খ. দেখাও যে, △PRT সমকোণী।
সমাধানঃ
△PQR ও △RST এ
PQ=RS=b, QR=ST=a এবং ∠PQR=∠RST=900
∴ △PQR≅△RST
তাহলে, PR=RT=c এবং ∠QPR=∠TRS.
আবার, PC⊥QS এবং TS⊥QS বলে, PQ।।TS.
সুতরাং, PQST একটি ট্রাপিজিয়াম।
এখন, ∠PRQ+∠QPR=∠RTS+∠TRS=এক
সমকোণ।
∴ ∠PRT=এক
সমকোণ। সুতরাং, △PRT
সমকোণী ত্রিভুজ।
গ. প্রমাণ কর
PR2=PQ2+QR2
সমাধানঃ
PQST ট্রাপিজিয়াম ক্ষেত্রের
ক্ষেত্রফল= △PQR
এর ক্ষেত্র+△RST
এর ক্ষেত্র+△PRT
এর ক্ষেত্র
বা,
½QS(PQ+TS)=½.ab+½.ab+½c2
বা, ½.(QR+RS)(PQ+TS)=½(2ab+c2)
বা, ½.(a+b)(b+a)=
½(2ab+c2)
বা, a2+2ab+b2=2ab+c2
বা, a2+b2=c2
বা, c2=b2+a2প
∴ PR2=PQ2+QR2
(প্রমাণিত)
২৩. △PQR এ ∠P=900,
PQ এবং PR এর মধ্যবিন্দু যথাক্রমে M ও N।
ক. ত্রিভুজটি আঁক।
সমাধানঃ
প্রদত্ত ত্রিভুজের চিত্র
নিন্মরূপঃ
খ. চিত্র থেকে প্রমাণ
কর যে, PR2+PQ2=QR2.
সমাধানঃ
বিশেষ নির্বচনঃ
মনে করি, PQR এ ∠P=900। প্রমাণ করতে হবে যে,
PR2+PQ2=QR2.
অঙ্কনঃ
PQ কে S পর্যন্ত বর্ধিত করি
যেন QS=PR হয় এবং S বিন্দুতে ST লম্ব আঁকি
যেন ST=PQ হয়। Q, T; T, R যোগ করি।
প্রমাণঃ
△PQR ও △QST এর মধ্যে,
PQ=ST; PR=QS
∠RPS=∠QST=900
△PQR ≅ △QST
∴ RS=QT এবং ∠PRS=∠TQS.
অতএব, ∠PRQ+∠RQP=∠SQT+∠QTS=900
∴ RQT=900
অতএব, △RQT সমকোণী ত্রিভুজ।
এখন, RP⊥PS ও TS⊥PS; তাহলে RS।।TS.
∴ PSTR একটি ট্রাপিজিয়াম।
PSTR ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল=△PQR এর ক্ষেত্রফল+△QST এর ক্ষেত্রফল+△RQT এর ক্ষেত্রফল
বা, ½PS(PR+ST)= ½.PR.PQ+
½.QS.ST+ ½.RQ.QT
বা, ½.(PQ+QS)(PR+ST)= ½.PR.PQ+
½.PR.PQ+ ½.RQ.RQ [সর্বসমতা থেকে প্রাপ্ত তথ্য হতে]
বা, ½.(PQ+PR)(PR+PQ)= ½.PR.PQ+
½.PR.PQ+ ½.RQ2 [সর্বসমতা থেকে
প্রাপ্ত তথ্য হতে]
বা, (PQ+PR)2=PR.PQ+PR.PQ+RQ2
বা, (PQ+PR)2=2.PR.PQ+RQ2
বা, PQ2+PR2+2.PR.PQ
=2.PR.PQ+RQ2
বা, PQ2+PR2=RQ2
[প্রমাণিত]
গ. প্রমাণ কর
5RQ2=4(RM2+NQ2)
সমাধানঃ
বিশেষ নির্বচনঃ
দেওয়া আছে, △PQR এ ∠P=900, PQ এবং PR এর মধ্যবিন্দু
যথাক্রমে M ও N।প্রমাণ করতে হবে যে
5RQ2=4(RN2+QM2)
অঙ্কনঃ
Q, N ও R, M যোগ করি।
প্রমাণঃ
△PQR এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
RQ2=PR2+PQ2……..(i)
△PMR-এ
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
RM2=PR2+PM2
বা, RM2=PR2+
(½PQ)2 [M, PQ এর মধ্যবিন্দু বলে]
বা, RM2=PR2+
¼PQ2
বা, 4RM2=4PR2+PQ2 [উভয়পক্ষকে
4 দ্বারা গুণ করে]……….(ii)
△PQN-এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
NQ2=PQ2+NP2
বা, NQ2=PQ2+ (½PR)2 [N,
PR এর মধ্যবিন্দু ]
বা, NQ2=PQ2+ ¼PR2
বা, 4NQ2=4PQ2+PR2 [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে]……….(iii)
(ii)+(iii) করে পাই,
4RM2+ 4NQ2=4PR2+PQ2+4PQ2+PR2
বা, 4(RM2+NQ2)=5PQ2+5PR2
বা, 4(RM2+NQ2)=5RQ2 [(i) নং হতে মান বসিয়ে]
বা, 5RQ2=4(RM2+NQ2)
[প্রমাণিত]
এই অধ্যায় সহ সকল অধ্যায়ের
pdf download লিঙ্ক দেখুনঃ Download Free
Book মেনুতে।