JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৬.২ বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান (21-23) Part 2

jsc math solution 2021 pdf, 8th class maths guide pdf free download, math book solution BD, class 8 srijonshil math, Chapter 6.2 সমস্যার সহসমীকরণ গঠন

বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধানঃ

এই অধ্যায়ের পূর্বের অংশঃ

JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৬.২ বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান (1-20) Part 1

২০. লেখের সাহায্যে সমাধান করঃ

ক.

x+y=6

x-y=2

সমাধানঃ

x+y=6……….(i)

x-y=2………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

y=6-x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
0
2
4
y
6
4
2
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=2-x

বা,  y=x-2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
2
4
6
y
0
2
4
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (0,6), (2,4) ও (4,2) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (2,0), (4,2) ও (6,4) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 4 ও কোটি 2 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(4,2)

খ.

x+4y=11

4x-y=10

সমাধানঃ

x+4y=11……….(i)

4x-y=10………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

4y=11-x

           11-x

বা, y=-------------
             4

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-1
3
7
y
3
2
1
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=10-4x

বা,  y=4x-10

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
2
3
5
y
-2
2
10
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (-1,3), (3,2) ও (7,1) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (2,-2), (3,2) ও (5,10) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 3 ও কোটি 2 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(3,2)

গ.

3x+2y=21

2x-3y=1

সমাধানঃ

3x+2y=21……….(i)

2x-3y=1………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

2y=21-3x

           21-3x

বা, y=-------------
             2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
1
5
7
y
9
3
0
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-3y=1-2x

বা,  3y=2x-1

             2x-1

বা, y=--------------
               3

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-1
5
8
y
-1
3
5
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (1,9), (5,3) ও (7,0) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-1), (5,3) ও (8,5) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 5 ও কোটি 3 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(5,3)

ঘ.

x+2y=1

x-y=7

সমাধানঃ

x+2y=1……….(i)

x-y=7………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

2y=1-x

           1-x

বা, y=-------------
             2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
3
5
7
y
-1
-2
-3
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=7-x

বা,  y=x-7

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-1
5
8
y
-8
-2
1
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (3,-1), (5,-2) ও (7,-3) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-8), (5,-2) ও (8,1) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 5 ও কোটি -2 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(5,-2)

ঙ.

x-y=0

x+2y=-15

সমাধানঃ

x-y=0……….(i)

x+2y=-15………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

-y=-x

বা,  y=x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
1
-5
3
y
1
-5
3
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

2y=-15-x

             -15-x

বা, y=--------------
                2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-1
-5
3
y
-7
-5
-9
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (1,1), (-5,-5) ও (3,3) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-7), (-5,-5) ও (3,-9) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।


এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ -5 ও কোটি -5 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(-5,-5)

চ.

4x+3y=11

3x-4y=2

সমাধানঃ

4x+3y=11……….(i)

3x-4y=2………..(ii)

সমীকরণ (i) হতে পাই,

3y=11-3x

           11-4x

বা, y=-------------
             3

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-1
2
5
y
5
1
-3
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-4y=2-3x

বা,  4y=3x-2

             3x-2

বা, y=--------------
               4

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-2
2
6
y
-2
1
4
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (-1,5), (2,1) ও (5,-3) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-2,-2), (2,1) ও (6,4) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 2 ও কোটি 1 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(2,1)

২১. কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়।

ক) ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন কর।

সমাধানঃ

ভগ্নাংশটি x/y হলে,

১ম শর্তানুসারে,

x+11

----------- = 2
    y

বা,  x+11=2y

বা,  x-2y=-11………….(i)

২য় শর্তানুসারে,

  x

----------- = 1
 y-2

বা,  x=y-2

বা,  x-y=-2………….(ii)

সমীকরণ জোট

x-2y=-11………….(i)

x-y=-2………….(ii)

খ) সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে (x,y) নির্ণয় কর।

সমাধানঃ

সমীকরণ জোট

x-2y=-11………….(i)

x-y=-2………….(ii)

(i)-(ii) করে পাই,

-y=-9

বা,  y=9

y এর মান (ii) এ বসিয়ে পাই,

x-9=-2

বা,  x=-2+9

বা,  x=7

(x,y)=(7,9)

গ) সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভূজ ও কোটি নির্ণয় কর।

সমাধানঃ

সমীকরণ জোট

x-2y=-11………….(i)

x-y=-2………….(ii)

সমীকরণ (i) হতে পাই,

-2y=-11-x

বা,  2y=11+x

            11+x

বা, y=-------------
             2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
5
7
9
y
8
9
10
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-y=-2-x

বা,  y=2+x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
3
7
8
y
5
9
10
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (5,8), (7,9) ও (9,10) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (3,5), (7,9) ও (8,10) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 7 ও কোটি 9 ।

২২. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি এবং বাগানটির পরিসীমা 40 মিটার।

ক) দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার হলে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন কর।

সমাধানঃ

দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার হলে-

১ম শর্তানুসারে পাই,

x=2y+5

বা,  x-2y=5

২য় শর্তানুসারে পাই,

2(x+y)=40

বা,  x+y=20

দুটি সমীকরণ:-

x-2y=5…………..(i)

x+y=20…………(ii)

খ) অপনয়ন পদ্ধতিতে সমাধান কর।

সমাধানঃ

দুটি সমীকরণ:-

x-2y=5…………..(i)

x+y=20…………(ii)

(i)-(ii) করে পাই,

-3y=-15

বা,  3y=15

বা,  y=15/3

বা,  y=5

y এর মান (ii) নং এ বসিয়ে পাই,

x+5=20

বা,  x=20-5

বা,  x=15

বাগানের দৈর্ঘ্য = 15 মিটার

এবং বাগানের প্রস্থ = 5 মিটার

গ) লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান কর।

সমাধানঃ

দুটি সমীকরণ:-

x-2y=5…………..(i)

x+y=20…………(ii)

সমীকরণ (i) হতে পাই,

-2y=5-x

বা,  2y=x-5

            x-5

বা, y=-------------
             2

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
5
15
19
y
0
5
7
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

y=20-x

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
10
15
18
y
10
5
2
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (5,0), (15,5) ও (19,7) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (10,10), (15,5) ও (18,2) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 15 ও কোটি 5 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(15,5)

২৩. 7x-3y=31 ও 9x-5y=41 দুইটি সরল সমীকরণ।

ক) (4,-1)  বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে?

সমাধানঃ

7x-3y=31………….(i)

9x-5y=41………….(ii)

(i) নং এর বামপক্ষে x=4 ও y=-1 বসিয়ে পাই,

74-3(-1)

=28+3

=31 যা (i) নং এর ডানপক্ষের সমান

(4,-1)  বিন্দুটি 7x-3y=31 সমীকরণকে সিদ্ধ করে।

আবার,

(ii) নং এর বামপক্ষে x=4 ও y=-1 বসিয়ে পাই,

94-5(-1)

=36+5

=41 যা (ii) নং এর ডানপক্ষের সমান

(4,-1)  বিন্দুটি 9x-5y=41 সমীকরণকে সিদ্ধ করে।

(4,-1)  বিন্দুটি 7x-3y=31 ও 9x-5y=41  সমীকরণকে সিদ্ধ করে।

খ) প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে (x,y) নির্ণয় কর।

সমাধানঃ

7x-3y=31………….(i)

9x-5y=41………….(ii)

(i) হতে পাই,

-3y=31-7x

বা,  3y=7x-31

           7x-31

বা, y=---------------
             3

y এর মান (ii) নং এ বসিয়ে পাই,

             7x-31

9x-5-------------=41
               3

      39x-5(7x-31)

বা, --------------------- = 41
             3

বা,  27x-35x+155=341

বা,  -8x+155=123

বা,  -8x=123-155

বা,  -8x=-32

বা,  8x=32

বা,  x=32/8

বা,  x=4

x এর মান (ii) নং এ বসিয়ে পাই,

74-3y=31

বা,  28-3y=31

বা,  -3y=31-28

বা,  -3y=3

বা,  3y=-3

বা,  y=-3/3

বা,  y=-1

(x,y)=(4,-1)

গ) লেখচিত্রের সাহায্যে সমাধান কর।

সমাধানঃ

7x-3y=31………….(i)

9x-5y=41………….(ii)

(i) হতে পাই,

-3y=31-7x

বা,  3y=7x-31

           7x-31

বা, y=---------------
             3

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
1
4
7
y
-8
-1
6
ছক-১

সমীকরণ (ii) হতে পাই,

-5y=41-9x

বা,  5y=9x-41

            9x-41

বা, y=--------------
              5

x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করিঃ

x
-1
4
9
y
-10
-1
8
ছক-২

মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং 0 মূলবিন্দু।

উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

ছক-১ এ (1,-8), (4,-1) ও (7,6) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (i) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।

আবার,

ছক-২ এ (-1,-10), (4,-1) ও (9,8) বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা (ii) নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র।



এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে A বিন্দুতে ছেদ করে। A বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এর স্থানাঙ্ক উভয় সরলরেখাকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে, A বিন্দুর ভুজ 4 ও কোটি -1 ।

নির্ণেয় সমাধানঃ (x,y)=(4,-1)

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment