JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৬.২ বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান (1-19) Part 1

jsc math solution 2021 pdf, 8th class maths guide pdf free download, math book solution BD, class 8 srijonshil math, Chapter 6.2 সমস্যার সহসমীকরণ গঠন

বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধানঃ

বহুনির্বাচনি প্রশ্নঃ

১. x+y=5, x-y=3 হলে (x,y) এর মান নিচের কোনটি?

ক) (4,1)    খ) (1,4)    গ) (2,3)    ঘ) (3,2)

উত্তরঃ ক

২. নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?

ক) 3x-3y=0    খ) x+y=5   

গ) x=1/y    ঘ) 4x+5y=9

উত্তরঃ গ

৩. x-2y=8, 3x-2y=4 সমীকরণ জোটের x এর মান কত?

ক) -5    খ) -2    গ) 2    ঘ) 5

উত্তরঃ খ

৪. 4x+5y=9 সমীকরনটিতে কয়টি চলক আছে?

ক) 0    খ) 1    গ) 2    ঘ) 3

উত্তরঃ গ

৫. মূল বিন্দুর স্থানাংক কোনটি?

ক) (0,0)    খ) (0,1)    গ) (1,0)    ঘ) (1,1)

উত্তরঃ ক

৬. (-3,-5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

ক) প্রথম    খ) দ্বিতীয়    গ) তৃতীয়    ঘ) চতুর্থ

উত্তরঃ গ

৭. x+2=30 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু

i. (10,10)

ii. (0,15)

iii. (10,20)

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

উত্তরঃ ক

# নিচের অনুচ্ছেদটি লক্ষ করে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাওঃ

x ও y সংখ্যা দুইটির বিয়োগফলের অর্ধেক 4। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির তিনগুণ যোগ করলে যোগফল 20 হয়। যেখানে x>y।

৮. প্রথম শর্ত কোনটি?

ক) x-y=4    খ) x-y=8 

গ) y-x=4    ঘ) y-x=8

উত্তরঃ খ

৯.(x,y) এর মান নিচের কোনটি?

ক) (3,11)    খ) (7,3)    গ) (11,7)    ঘ) (11,3)

উত্তরঃ ঘ

১০. দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, সংখ্যা দুইটি x ও y

তাহলে,

১ম শর্তানুসারে, x+y=100……..(i)

২য় শর্তানুসারে, x-y=20…………(ii)

(i)+(ii) করে পাই,

2x=120

বা,  x=120/2

বা,  x=60

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

60+y=100

বা,  y=100-60

বা,  y=40

সংখ্যা দুইটি 60 ও 40

১১. দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির তিনগুণ হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, সংখ্যা দুইটি x ও y

তাহলে,

১ম শর্তানুসারে, x+y=160……..(i)

২য় শর্তানুসারে, x=3y…………(ii)

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

3y+y=160

বা,  4y=160

বা,  y=160/4

বা,  y=40

x=340=120

সংখ্যা দুইটি 120 ও 40

১২. দুইটি সংখ্যার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টির দুইগুণ যোগ করলে 59 হয়। আবার, প্রথমটির দুইগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, সংখ্যা দুইটি x ও y

তাহলে,

১ম শর্তানুসারে, 3x+2y=59……..(i)

২য় শর্তানুসারে, 2x-y=9…………(ii)

(i) নং কে 1 দ্বারা ও (ii) নং কে 2 দ্বারা গুণ করে পাই,

3x+2y=59

4x-2y=18

--------------------------------------
7x=77      (+ করে)

বা,  x=77/7

বা,  x=11

x এর মান (ii) নং এ বসিয়ে পাই,

211-y=9

বা,  22-y=9

বা,  -y=9-22

বা,  -y=-13

বা,  y=13

সংখ্যা দুইটি 11 ও 13

১৩. 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা-পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,

বর্তমানে পিতার বয়স x বছর

এবং পুত্রের বয়স y বছর

১ম শর্তানুসারে,

(x-5) : (y-5) = 3 : 1

      x-5             3

বা, -------- = ---------
      y-5             1

বা,  x-5=3y-15

বা,  x-3y=-15+5

বা,  x-3y=-10………………..(i)

২য় শর্তানুসারে,

(x+15) : (y+15) = 2 : 1

      x+15             2

বা, ---------- = ---------
      y+15             1

বা,  x+15=2y+30

বা,  x-2y=30-15

বা,  x-2y=15…………(ii)

(i)-(ii) করে পাই,

-y=-25

বা,  y=25

y এর মান (ii) নং এ বসিয়ে পাই,

x-225=15

বা,  x-50=15

বা,  x=15+50

বা,  x=65

বর্তমানে পিতার বয়স 65 বছর

এবং পুত্রের বয়স 25 বছর  

১৪. কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। আবার, হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, ভগ্নাংশটি x/y

১ম শর্তানুসারে,

 x+5

----------- = 2
    y

বা,  x+5=2y

বা,  x-2y=-5……………….(i)

২য় শর্তানুসারে,

   x

---------- =1
  y-1

বা,  x=y-1

বা,  x-y=-1……………….(ii)

(i)-(ii) করে পাই,

-y=-4

বা,  y=4

y এর মান (i) নং এ বসিয়ে পাই,

x-24=-5

বা,  x-8=-5

বা,  x=-5+8

বা,  x=3

ভগ্নাংশটি 3/4

১৫. কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, সংখ্যাটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, প্রকৃত্ত ভগ্নাংশটি x/y; x<y

তাহলে,

১ম শর্তানুসারে, x+y=14……..(i)

২য় শর্তানুসারে, y-x=8…………(ii)

(i)+(ii) করে পাই,

2y=22

বা,  y=22/2

বা,  y=11

y এর মান (i) নং এ বসিয়ে পাই,

x+11=14

বা,  x=14-11

বা,  x=3

ভগ্নাংশটি = 3/11

১৬. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে, সংখ্যাটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,

সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি x

এবং দশক স্থানীয় অঙ্কটি y

সংখ্যাটি = 10y+x

১ম শর্তানুসারে, x+y=10……..(i)

২য় শর্তানুসারে, x-y=4…………(ii)

(i)+(ii) করে পাই,

2x=14

বা,  x= 14/2

বা,  x=7

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

7+y=10

বা,  y=10-7

বা,  y=3

সংখ্যাটি = 103+7=30+7=37

১৭. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,

আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ x মিটার

তাহলে এর দৈর্ঘ্য (x+25) মিটার

আমরা জানি,

আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য+প্রস্থ)

বা,  150=2(x+x+25)

বা,  150=2(2x+25)

বা,  150=4x+50

বা,  4x=150-50

বা,  4x=100

বা,  x=100/4

বা,  x=25

আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 25 মিটার

এবং এর দৈর্ঘ্য (25+25)=50 মিটার

১৮. একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,

১টি খাতার মূল্য x টাকা

এবং ১টি পেন্সিলের মূল্য y টাকা

১ম শর্তানুসারে, 15x+10y=300……..(i)

২য় শর্তানুসারে, 10x+15y=250…………(ii)

(i) নং কে 3 দ্বারা ও (ii) নং কে 2 দ্বারা গুণ করে পাই,

45x+30y=900

20x+30y=500

-----------------------------------
25x=400   [- করে]

বা,  x=400/25

বা,  x=16

x এর মান (i) নং এ বসিয়ে পাই,

1516+10y=300

বা,  240+10y=300

বা,  10y=300-240

বা,  10y=60

বা,  y=60/10

বা,  y=6

১টি খাতার মূল্য 16 টাকা

এবং ১টি পেন্সিলের মূল্য 6 টাকা

১৯. একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুই জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন, প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। আবার প্রথম জন থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,

১ম জন পায় x টাকা

এবং ২য় জন পায় y টাকা

১ম শর্তানুসারে,

x=4y

বা,  x-4y=0……..(i)

২য় শর্তানুসারে,

x-1500=y+1500

বা,  x-y=1500+1500

বা,  x-y=3000…………(ii)

(i)-(ii) করে পাই,

-3y=-3000

বা,  3y=3000

বা,  y=3000/3

বা,  y=1000

y এর মান (i) নং এ বসিয়ে পাই,

x-41000=0

বা,  x-4000=0

বা,  x=4000

১ম জন পায় 4000 টাকা

এবং ২য় জন পায় 1000 টাকা

এই অধ্যায়ের বাকী অংশঃ

JSC (Class 8) Math BD: অষ্টম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৬.২ বাস্তবভিত্তিক সমস্যার সহসমীকরণ গঠন ও সমাধান এবং লেখচিত্রের সাহায্যে সরল সহসমীকরণের সমাধান (20-23) Part 2

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment