SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৮.৩ পরিবৃত্ত ও বৃত্তস্থ চুতুর্ভুজ

ssc math solutions,class 9-10 math solution bd, ssc, download pdf ssc/nine ten, নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃChapter-8.3 পরিবৃত্ত ও বৃত্তস্থ চুতুর্ভুজ

পরিবৃত্ত ও বৃত্তস্থ চুতুর্ভুজ:

১. △ABC ∠B ∠C এর সমদ্বিখন্ডকদ্বয় P বিন্দুতে এবং বহির্দ্বিখন্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হলে, প্রমাণ কর যে, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত।

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, △ABC ABC ∠ACB এর সমদ্বিখন্ডকদ্বয় P বিন্দুতে; AB কে E পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ CBE এবং AC কে F পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ FCB এর সমদ্বিখন্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করতে হবে যে, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত।

প্রমাণঃ
∠EBC+∠CBA=2 সমকোণ [ AE সরলরেখা]
বা,  (1/2).∠EBC+(1/2).∠CBA=2 সমকোণ
বা,  ∠QBC+∠CBP=1 সমকোণ
বা,  QBP=1 সমকোণ………(i)
অনুরুপভাবে,
QCP=1 সমকোণ…………(ii)
তাহলে, CPBQ চতুর্ভুজে, QBP+QCP=2 সমকোণ।
যেহেতু, CPBQ চতুর্ভুজে  বিপরীত কোণ পরস্পর সম্পূরক কোণ, সেহেতু, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত (প্রমাণিত)।

২. ABCD একটি বৃত্ত। ∠CAB ∠CBA এর সমদ্বিখন্ডক দুইটি P বিন্দুতে এবং ∠DBA ∠DAB কোণদ্বয়ের সমদ্বিখন্ডক দুইটি Q বিন্দুতে মিলিত হলে, প্রমাণ কর যে, A, Q, P, B বিন্দু চারটি সমবৃত্ত।

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, ABCD একটি বৃত্ত। ∠CAB ∠CBA এর সমদ্বিখন্ডক দুইটি P বিন্দুতে এবং ∠DBA ∠DAB কোণদ্বয়ের সমদ্বিখন্ডক দুইটি Q বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে যে, A, Q, P, B বিন্দু চারটি সমবৃত্ত।


প্রমাণঃ
△APB
BAP+∠ABP+∠BPA=1800
বা,  (1/2)∠BAC+(1/2)∠ABC+∠BPA=1800
বা,  BAC+∠ABC+2∠BPA=3600
বা,  BAC+∠ABC+∠BCA+2∠BPA=3600+∠BCA
বা,  1800+2∠BPA=3600+∠BCA
বা,  2∠BPA=1800+∠BCA …………….(i)
অনুরুপভাবে,
2∠BQA=1800+∠BDA …………….(ii)
এখন, ∠BCA=∠BDA [ এরা AB চাপের উপর বৃত্তস্থ কোণ।
তাহলে, (i), (ii) হতে পাই,
∠BPA=∠BQA
এবং P ও Q বিন্দু AB চাপের একদিকে অবস্থিত।
অতএব, A, Q, P, B বিন্দু চারটি সমবৃত্ত (প্রমাণিত)

৩. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ কর যে, ∠AOD+∠BOC = দুই সমকোণ।

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত E বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে বা উৎপন্ন সমকোণ =AEC। প্রমাণ কর যে, ∠AOD+∠BOC = দুই সমকোণ।



অঙ্কনঃ
D, B যোগ করি।
প্রমাণঃ
AD চাপের উপর কেন্দ্রস্থ কোণ ∠AOD ও বৃত্তস্থ কোণ ∠ABD
∠AOD=2∠ABD…………(i)
অনুরুপভাবে, CB চাপের ক্ষেত্রে,
BOC=2∠CDB…………….(ii)
(i)+(ii) করে,
∠AOD+∠BOC=2∠ABD+2∠CDB
                                =2(∠ABD+∠CDB)
                                =2(∠EBD+∠EDB)
                                =2(1800-∠DEB)   [∠EBD+∠EDB+∠DEB=1800]
                                =2(1800-∠AEC)   [∠DEB=∠AEC, বিপ্রতীপ কোণ বলে]
                                =2(1800-900)       [AEC=1 সমকোণ বা 900]
                        =2.900
                        =দুই সমকোণ।
∠AOD+∠BOC = দুই সমকোণ (প্রমাণিত)

৪. ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পপূরক। AC রেখা যদি ∠BAD এর সমদ্বিখন্ডক হয়, তবে প্রমাণ কর যে, BC=CD

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পপূরক। AC রেখা যদি ∠BAD এর সমদ্বিখন্ডক হয়, তবে প্রমাণ করতে হবে যে, BC=CD


অঙ্কনঃ
D, B যোগ করি, তাহলে AC, DB পরস্পরকে E বিন্দুতে ছেদ করে।
প্রমাণঃ
DC চাপের উপর বৃত্তস্থ কোণ DAC=∠DBC……….(i)
BC চাপের উপর বৃত্তস্থ কোণ CAB=∠BDC………..(ii)
[একই চাপের উপর সকল বৃত্তস্থ কোণ সমান হয়]
এখন, DAC=CAB [শর্তমতে]
DBC=∠BDC যা DBC এর দুইটি কোণ
তাহলে, BC=CD [ত্রিভুজের দুই কোণ সমান হলে এদের বিপরীত বাহুগুলোও সমান হয়]
BC=CD (প্রমাণিত)।

৫. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি, AB=3 সেমি এবং BD, ∠ADC এর সমদ্বিখন্ডক।

ক) AD এর দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধানঃ



∠BAD=900 [BD ব্যাস ও ∠BAD অর্ধবৃত্তস্থ]
এবং, BD=2ব্যাসার্ধ=22.5 সেমি=5 সেমি।
এবং AB=3 সেমি
আমরা জানি,
AD2+AB2=BD2
বা,  AD2=BD2-AB2
বা,  AD2=52-32
বা,  AD2=25-9
বা,  AD2=16
বা,  AD=4
AD=4 সেমি।

খ) দেখাও যে, ∠ADC+ABC=1800

সমাধানঃ

দেওয়া আছে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে, ∠ADC+ABC=1800


অঙ্কনঃ
A, O; C, O যোগ করি।
প্রমাণঃ
চাপ ABC এ বৃত্তস্থ কোণ=ADC এবং কেন্দ্রস্থ কোণ=AOC
AOC=2ADC
আবার, চাপ ADC এ বৃত্তস্থ কোণ=ABC এবং কেন্দ্রস্থ কোণ=প্রবৃদ্ধAOC
প্রবৃদ্ধAOC=2ABC
তাহলে, AOC+প্রবৃদ্ধAOC=2ADC+2ABC
বা,  2ADC+2ABC=AOC+প্রবৃদ্ধAOC
বা,  2(ADC+ABC)=3600
বা,  ADC+ABC=3600/2
বা,  ADC+ABC=1800 [দেখানো হলো]

গ) প্রমাণ কর যে, AB=BC

সমাধানঃ

দেওয়া আছে, O কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে AB ও CD দুইটি জ্যা এবং BD, ADC এর সমদ্বিখন্ডক। প্রমাণ করতে হবে যে, AB=B.


অঙ্কনঃ
O, C যোগ করি।
প্রমাণঃ
BD, ADC এর সমদ্বিখন্ডক
ADB=∠CDB
বা,  2∠AOB=2∠COB [বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক]
বা,  ∠AOB=∠COB
এখন, AOB ও △COB এর মধ্যে,
∠AOB=∠COB
AO=OC [একই বৃত্তের ব্যাসার্ধ]
OB সাধারণ বাহু।
AOB △COB
তাহলে, AB=BC (প্রমাণিত)

৬. সমান সমান ভুমির ওপর অবস্থিত যেকোনো দুইটি ত্রিভুজের শিরঃকোণদ্বয় সম্পূরক হলে, প্রমাণ কর যে, এদের পরিবৃত্তদ্বয় সমান হবে।

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, △ABC △DEF এর ভূমি BC EF পরস্পর সমান অর্থাৎ, BC=EF এবং শিরকোণ ∠A এবং ∠D পরস্পর সম্পূরক অর্থাৎ ∠A+∠D=দুই সমকোণ।
প্রমাণ করতে হবে যে, ত্রিভুজদ্বয়ের পরিবৃত্তদ্বয় সমান।


অঙ্কনঃ
AB ও BC এর লম্বদ্বিখন্ডক আঁকি যারা O বিন্দুতে ছেদ করে। DE ও EF এর লম্বদ্বিখণ্ডক আঁকি যারা P বিন্দুতে ছেদ করে। O কে কেন্দ্র করে OB এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং P কে কেন্দ্র করে PE এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত আঁকি। এই বৃত্তদ্বয় হলো ত্রিভুজদ্বয়ের পরিবৃত্ত।
O, B; O, C এবং E, P; F, P যোগ করি।
প্রমাণঃ
ABC বৃত্তে,
BC চাপে বৃত্তস্থ কোণ=∠BAC এবং কেন্দ্রস্থ কোণ=BOC
∠BOC=2∠BAC………….(i)
তেমনিভাবে, ত্রিভুজ DEF এর ক্ষেত্রে পাই,
 প্রবৃদ্ধEPF=2∠EDF………….(ii)
(i)+(ii) করে পাই,
BOC+প্রবৃদ্ধEPF=2∠BAC+2∠EDF
বা,  BOC+প্রবৃদ্ধEPF=2*1800 [∠A+∠D=দুই সমকোণ]…………(iii)
বা,  BOC+প্রবৃদ্ধEPF=3600
বা,  ∠BOC=3600-প্রবৃদ্ধEPF
বা,  BOC=∠EPF [প্রবৃদ্ধEPF+EPF=3600]
বা,  BC উপচাপের কেন্দ্রস্থ কোণ=EF উপচাপের কেন্দ্রস্থ কোণ
বা,  উপচাপ BC = উপচাপ EF………….(iv)
আবার,
BOC=∠EPF
বা,  3600-প্রবৃদ্ধBOC=3600-প্রবৃদ্ধ∠EPF
বা,  প্রবৃদ্ধBOC=প্রবৃদ্ধ∠EPF
বা,  BC অধিচাপের কেন্দ্রস্থ কোণ=EF অধিচাপের কেন্দ্রস্থ কোণ
বা,  অধিচাপ BC = অধিচাপ EF………..(v)
(iv)+(v) করে,
উপচাপ BC+অধিচাপ BC=উপচাপ EF+অধিচাপ EF
বা,  ABC বৃত্তের পরিধি=DEF বৃত্তের পরিধি
ত্রিভুজদ্বয়ের পরিবৃত্তদ্বয় সমান (প্রমাণিত)।

৭. প্রমাণ কর যে, বৃত্তস্থ চতুর্ভুজের যেকোনো কোণের সমদ্বিখন্ডক ও তাঁর বিপরীত কোণের বহির্দ্বিখন্ডক বৃত্তের ওপর ছেদ করে।

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ
মনে করি, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এর ∠A এর অন্তর্দ্বিখন্ডক AF। ∠A এর বিপরীত কোণটি হলো ∠C। BC কে E পর্যন্ত বর্ধিত করায় ∠DCE বহিঃস্থ কোণটি উৎপন্ন হয়েছে। ∠DCE এর সমদ্বিখন্ডক অর্থাৎ ∠C এর বহির্দ্বিখন্ডক CF, ∠A এর অন্তর্দ্বিখন্ডক AF এর সাথে F বিন্দুতে মিলিত হয়েছে।
প্রমাণ করতে হবে যে, F বিন্দু বৃত্তের ওপর অবস্থিত।


প্রমাণঃ
আমরা জানি, কোণ চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়।
∴ ABCD চতুর্ভুজে
∠BAD+∠BCD=2 সমকোণ
বা,  ∠BAD=1800-∠BCD
বা,  ∠BAD=1800-(1800-∠ECD) [∠BCD+∠ECD=1800]
বা,  ∠BAD=1800-1800+∠ECD
বা,  ∠BAD=∠ECD
বা,  (1/2) ∠BAD=(1/2)∠ECD
বা,  ∠BAF=∠ECF [AF, ∠BAD CF, ∠ECF এর সমদ্বিখন্ডক]
বা,  ∠BAF+∠BCF=∠ECF+∠CEF [উভয়পক্ষে,∠BCF যোগ করে]
বা,  ∠BAF+∠BCF=1800
বা,  ∠BAF+∠BCF= 2 সমকোণ।
ABCF চতুর্ভুজে, ∠BAF+∠BCF= 2 সমকোণ যেখানে, ∠BAF ∠BCF বিপরীত কোণ]
তাহলে, A, B, C, F বৃত্তে অন্তর্লিখিত বা F বিন্দু বৃত্তের ওপর অবস্থিত (প্রমাণিত)।

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment