SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৮.৪ বৃত্তের স্পর্শক ও অন্যান্য
বৃত্তের স্পর্শক ও অন্যান্যঃ
১. O কেন্দ্রবিশিষ্ট একটি
বৃত্তের বহিঃস্থ কোনো বন্দু P থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানা হল। প্রমান কর যে,
OP সরলরেখা স্পর্শ-জ্যা এর লম্বদ্বিখন্ডক।
সমাধানঃ
O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের বহিঃস্থ কোনো বন্দু P থেকে বৃত্তে দুইটি PA ও PB স্পর্শক টানা হল যা বৃত্তকে A ও B বিন্দুতে ছেদ করেছে। A, B যোগ করায় AB স্পর্শ-জ্যা পাওয়া গেল। প্রমান কর যে, OP সরলরেখা স্পর্শ-জ্যা AB এর লম্বদ্বিখন্ডক।
প্রমাণঃ
বহিঃস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক PA ও PB
∴ PA=PB [বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান]
OA=OB [একই বৃত্তের ব্যাসার্ধ]
OA=OB [একই বৃত্তের ব্যাসার্ধ]
২. প্রমাণ কর যে, দুইটি
বৃত্ত এককেন্দ্রিক হলে এবং বৃহত্তর বৃত্তটির কোনো জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ
করলে উক্ত জ্যা স্পর্শবিন্দুতে সমদ্বিখন্ডিত হয়।
সমাধানঃ
মনে করি, ABC ও PQR ত্রিভুজদ্বয়ের কেন্দ্র O এবং ABC বৃত্তটি বৃহত্তর। ABC এর জ্যা AB PQR কে P বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করতে হবে যে, AP=BP।
প্রমাণঃ
আমরা জানি, বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পপর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।
∴ AB ⊥ OP
OP সাধারণ বাহু
∴△OAP ≅ △OBP
৩. AB কোনো বৃত্তের ব্যাস
এবং BC ব্যাসার্ধের সমান একটি জ্যা। যদি A ও C বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর
D বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ কর যে, ACD একটি সমবাহু ত্রিভুজ।
সমাধানঃ
মনে করি, AB, ABC বৃত্তের ব্যাস এবং BC ব্যাসার্ধের সমান একটি জ্যা। বৃত্তটির কেন্দ্র O। A ও C বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর D বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে, ACD একটি সমবাহু ত্রিভুজ।
প্রমাণঃ
△OCB এ CB বৃত্তের ব্যাসার্ধের সমান।
∴ ∠ACO=∠OAC……..(iii)
∠ACO=∠OAC=300……..(iv)
∴DA ⊥ OA
△ADC সমবাহু ত্রিভুজ (প্রমাণিত)
৪. প্রমাণ কর যে, কোনো বৃত্তের
পরিলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুইটি কোণ ধারণ করে, তারা
পরস্পর সম্পূরক।
সমাধানঃ
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের পরিলিখিত চতুর্ভুজটি হলো ABCD যার AB, BC, CD, DA বাহু বৃত্তকে Q, M, N, P বিন্দুতে ছেদ করে। O,A; O,B; O,C; O,D যোগ করলে প্রত্যেক বাহুর বিপরীতে যথাক্রমে ∠AOB, ∠BOC, ∠COD, ∠DOA উৎপন্ন হয়। প্রমাণ করতে হবে যে, ∠AOD ও ∠BOC বা, ∠AOB ও ∠COD পরস্পপর সম্পূরক।
প্রমাণঃ
আমরা জানি, বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পপর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।
∴OP ⊥ AD
OQ=OP [একই বৃত্তের ব্যাসার্ধ]
∠BOM =∠QOB …………(ii)
∠MOC=∠CON…………(iii)
∠DOP =∠NOD ………….(iv)
(i)+(ii)+(iii)+(iv) করে পাই,
∠AOD+∠BOC+∠AOB+∠COD=3600
৫. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের
বহিস্থ বিন্দু P থেকে বৃত্তে PA ও PB দুইটি স্পর্শক।
ক) উদ্দীপকের আলোকে চিত্র
আঁক।
সমাধানঃ
খ) প্রমাণ কর যে, PA=PB
সমাধানঃ
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে বৃত্তে PA ও PB দুইটি স্পর্শক। প্রমান করতে হবে যে, PA=PB.
অঙ্কনঃ
প্রমাণঃ
△AOP ও △BOP এর মধ্যে,
OP সাধারণ বাহু।
∴△AOP ≅ △BOP
গ) প্রমাণ কর যে, OP রেখাংশ
স্পর্শ-জ্যা এর লম্বদ্বিখন্ডক।
সমাধানঃ
৬. দেওয়া আছে, O বৃত্তের
কেন্দ্র এবং PA ও PB স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ
কর যে, PO, ∠APB কে সমদ্বিখন্ডিত করে।
সমাধানঃ
মনে করি, O বৃত্তের কেন্দ্র এবং PA ও PB স্পর্শকদ্বয় বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ কর যে, PO, ∠APB কে সমদ্বিখন্ডিত করে।
প্রমাণঃ
△AOP ও △BOP এর মধ্যে,
OP সাধারণ বাহু।
∴△AOP ≅ △BOP
এই অধ্যায় সহ সকল অধ্যায়ের
pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।