SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১১.২ ধারাবাহিক অনুপাত (16-25) Part 2

ssc math solutions, class 9-10 math solution bd, ssc, download pdf ssc/nine ten, নবম-দশম শ্রেণি সাধারণ গণিত, Chapter-11.2, ধারাবাহিক অনুপাত

ধারাবাহিক অনুপাতঃ

এই অধ্যায়ের পূর্বের অংশঃ

SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-১১.২ ধারাবাহিক অনুপাত (1-15) Part 1

১৬. একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন 150000 টাকা হলে, কে কত বেতন পায়?

সমাধানঃ

1 জন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা।

অতএব, অফিস সহায়ক, অফিস সহকারী ও কর্মকর্তার বেতনের অনুপাতঃ 1 : 2 : 4

ধরি, একজন অফিস সহায়ক এর বেতন x টাকা

একজন অফিস সহকারী এর বেতন 2x টাকা

এবং একজন কর্মকর্তা এর বেতন 4x টাকা

প্রশ্নমতে,

4x2+2x7+x3=150000

বা, 8x+14x+3x=150000

বা, 25x=150000

বা, x=150000/25

বা, x=6000

একজন অফিস সহায়ক এর বেতন 6000 টাকা

একজন অফিস সহকারী এর বেতন 26000=12000 টাকা

এবং একজন কর্মকর্তা এর বেতন 46000=24000 টাকা

১৭. যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধানঃ

ধরি, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= a2 বর্গ একক

20% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হয়ঃ

a+a.20%

         20a

=a+---------
         100

           a

=a+---------
           5

     (5a+a)

=------------
          5

        6a

=------------ একক
          5

এবং ক্ষেত্রফল হয়ঃ

        (6a)2

=------------ বর্গ একক
          52

        36a2

=------------ একক
          25

ক্ষেত্রফল বৃদ্ধি পায়ঃ

        36a2

=------------ - a2
          25

        36a2-25a2

=-----------------
              25

        11a2

=------------ বর্গ একক
          25

ক্ষেত্রফল বৃদ্ধির হারঃ

        11a2

  ------------
          25
  -------------100%
          a2

        11a2              1

=------------ ---------100%
          25               a2

=44%

১৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধানঃ

মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক ও প্রস্থ y একক

10% বৃদ্ধিতে এর দৈর্ঘ্য হবে

      10x

x+--------
      100

          x

=x+--------
         10

    11x

=------- একক
     10

10% হ্রাসে প্রস্থ হবে

      10y

y - --------
      100

          y

=y - --------
         10

    9y

=------- একক
     10

নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

11x       9y

-----------
10        10

   99xy

=-------- বর্গ একক
    100

ক্ষেত্রফল হ্রাস পায়

          99xy

=xy - --------
           100

     xy

= ------ বর্গ একক
    100

তাহলে, ক্ষেত্রফল হ্রাসের হার

   xy

------
  100
-------100%
    xy

      xy

= ---------100%
    100xy

=1%

১৯. একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4 : 7। ঐ মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তাঁর ফলন কত হবে?

সমাধানঃ

একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4 : 7

মনে করি, সেচের আগের ফলন 4x কুইন্টাল

তাহলে, সেচের পরের ফলন 7x কুন্টাল

প্রশ্নমতে,

4x=304

বা, x=304/4

বা, x=76

সেচের পর ফলন=776=532 কুইন্টাল।

২০. ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3 : 2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4 : 3 হলে, সমান পরিমান ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের কর।

সমাধানঃ

ধান : চাল= 3 : 2 =12 : 8 [4 দ্বরা গুণ করে]………….(i)

গম : সুজি = 4 : 3 = 12 : 9 [3 দ্বরা গুণ করে]………….(ii)

(i) ও (ii) নং থেকে দেখি ধান ও গমের পরিমাণ সমান বা 12 হলে চাল ও সুজির অনুপাত হবে= 8 : 9

চাল : সুজি=8 : 9

২১. একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ঐ জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3 : 4 এবং 2 : 5 হলে, অপর জমির ক্ষেত্রফল কত?

সমাধানঃ

মনে করি,

১ম জমির দৈর্ঘ্য 3x মিটার

২য় জুমির দৈর্ঘ্য 4x মিটার

আবার,

১ম জমির প্রস্থ 2y মিটার

২য় জমির প্রস্থ  5y মিটার

প্রশ্নমতে,

3x.2y=432

বা, 6xy=432

বা, xy=432/6

বা, xy=72

তাহলে, অপর জমির ক্ষেত্রফল

=4x.5y=20xy=2072=1440 বর্গ মিটার

২২. জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা-আসলে যত টাকা শোধ করে 3 বছর পর সিমি মুনাফা-আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি,

জেসি ঋণ নেয় P টাকা

সিমি ঋণ নেয় Q টাকা

আমরা জানি,

সরল মুনাফা=মুলধনমুনাফার হারসময়

তাহলে,

10% হারে জেসির 2 বছরের সুদ

       10

P--------2
       100

      P

=------- টাকা
      5

10% হারে সিমির 3 বছরের সুদ

       10

Q--------3
       100

    3Q

=------- টাকা
      10

জেসির মুনাফা-আসল

          P

=P+-------
          5

    6P

=-------টাকা
       5

সিমির মুনাফা আসল

          3Q

=Q+-------
           10

     13Q

=---------টাকা
       10

প্রশ্নমতে,

    6P         13Q

  -------=  -----------
      5         10

বা, 65Q=60P

বা, 13Q=12P [5 দ্বারা ভাগ করে]

বা, P/Q=13/12

বা, P : Q = 13 : 12

জেসি ও সিমির ঋণ এর পরিমাণের অনুপাত = 13 : 12

২৩. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5 : 12 : 13 এবং পরিসীমা 30 সেমি

ক) ত্রিভুজটি অঙ্কন কর এবং কোণ ভেদে ত্রিভুজটি কি ধরণের তা লিখ।

সমাধানঃ

মনে করি, ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে 5x, 12x ও 13x সেমি

প্রশ্নমতে,

5x+12x+13x=30

বা, 30x=30

বা, x=30/30

বা, x=1

বাহুগুলো 5 সেমি,12 সেমি,13 সেমি। নিচে ত্রিভুজটি অঙ্কন করা হলোঃ



যেহেতু,

BC2=132=169=144+25=122+52=AC2+AB2

সেহেতু, ABC একটি সমকোণী ত্রিভুজ।

খ) বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

ক হতে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য = 13 সেমি ও ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য = 5 সেমি



13সেমি দৈর্ঘ্য ও 5 সেমি প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্র ABCD এর একটি কর্ণ AC.

এখন,

ACD-এ

AC2=AD2+DC2

বা, AC2=132+52

বা, AC2=169+25

বা, AC2=194

বা, AC=√194

তাহলে AC এর সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল

=AC2=(√194)2=194 বর্গ সেমি।

গ) উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধানঃ

উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য=13 সেমি ও প্রস্থ=5 সেমি

ক্ষেত্রফল=135 =65 বর্গসেমি

দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হয়

                   10

13+13 এর--------
                   100

             13

=13+--------
            10

    130+13

=-------------
       10

    143

=-------
     10

=14.3 সেমি

প্রস্থ 20% বৃদ্ধি পেলে হয়

               20

5+5 এর --------
               100

=5+1

=6 সেমি

তাহলে, নতুন ক্ষেত্রফল=14.36=85.8 বর্গসেমি

ক্ষেত্রফল বৃদ্ধি পায়=85.8-65=20.8 বর্গ সেমি।

ক্ষেত্রফল বৃদ্ধির হার

=(20.8/65)100%=32%

২৪. একদিন কোন ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1 : 4

ক) অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ কর।

সমাধানঃ

মনে করি,

অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x জন

উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x জন

তাহলে, মোট শিক্ষার্থী=x+4x=5x জন।

অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরা হার

=(x/5x)100%

=20%

খ) 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হত 1 : 9। মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধানঃ

5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে (4x+5) জন

এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে=(x-5) জন।

প্রশ্নমতে,

  x-5           1

---------=- ------
  4x+5         9

বা, 5x+5=9x-45

বা, 4x-9x=-45-5

বা, -5x=-50

বা, 5x=50

বা, x=50/5

বা, x=10

মোট শিক্ষার্থীর সংখ্যা=5x=510=50 জন।

গ) মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রি সংখ্যার দ্বিগুন অপেক্ষা 10 জন কম। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় কত?

সমাধানঃ

খ হতে মোট শিক্ষার্থীর সংখ্যা=50 জন

ধরি, ছাত্রী সংখ্যা x জন

তাহলে, ছাত্র সংখ্যা=2x-10 জন

প্রশ্নমতে,

2x-10+x=50

বা, 3x-10=50

বা, 3x=50+10

বা, 3x=60

বা, x=60/3

বা, x=20

ছাত্রী সংখ্যা=20 জন

ছাত্র সংখ্যা=220-10=30 জন

ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত=30 : 20 = 3 : 2

২৫. আশিক, মিজান, অনিকা ও অহনা মোট 195000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং এক বছর শেষে 26500 টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ : মিজানের অংশ=2 : 3, মিজানের অংশ : অনিকার অংশ=4 : 5 এবং অনিকার অংশ  : অহনার অংশ= 5 : 6

ক) মূলধনের সরল অনুপাত নির্ণয় কর।

সমাধানঃ

ব্যবসাটিতে বিনিয়োগকৃত মূলধনে,

আশিকের অংশ : মিজানের অংশ=2 : 3 = 8 : 12

মিজানের অংশ : আনিকার অংশ=4 : 5 = 12 : 15

অনিকার অংশ : অহনার অংশ= 5 : 6 =15 : 18

আশিকের অংশ : মিজানের অংশ : আনিকার অংশ : অহনার অংশ=8 : 12 : 15 : 18

খ) উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় কর।

সমাধানঃ

ক হতে পাই,

আশিকের অংশ : মিজানের অংশ : আনিকার অংশ : অহনার অংশ=8 : 12 : 15 : 18

অনুপাতগুলোর যোগফল=8+12+15+18=53

মোট মূলধন=195000 টাকা।

তাহলে,

আশিকের মূলধন=195000 এর (8/53) টাকা = 29433.96 টাকা

মিজানের মূলধন=195000 এর (12/53) টাকা = 44150.944 টাকা

অনিকার মূলধন=195000 এর (15/53) টাকা = 55188.68 টাকা

অহনার মূলধন=195000 এর (18/53) টাকা = 66226.42 টাকা

গ) বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হল। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে?

সমাধানঃ

বছর শেষে লাভ হয় = 26500 টাকা

লভ্যাংশ থেকে বিনিয়োগ করা হয়=2650060%=15900 টাকা

অবশিষ্ট থাকে=(26500-15900) টাকা= 10600 টাকা।

খ হতে পাই,

অনুপাতের রাশিগুলোর যোগফল=53

আশিকের লভ্যাংশ=10600 এর (8/53) টাকা=1600 টাকা

এবং অহনার লভ্যাংশ=10600 এর (18/53) টাকা= 3600 টাকা।

অহনা লভ্যাংশ বেশি পায়=3600-1600 টাকা=2000 টাকা।

এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।

Make CommentWrite Comment