SSC (Class 9-10) Math BD: নবম-দশম শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৩.৫ বীজগাণিতিক সমস্যাবলি (২৪-৩৮) Part 2
বীজগাণিতিক সমস্যাবলি:
এই অনুশীলনীর ১ম অংশের লিঙ্কঃ
২৪. একটি কলম 11
টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
এখন,
∴বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/110 টাকা
∴বিক্রয়মূল্য 11 টাকা হলে ক্রয়মূল্য (100✕11)/110 টাকা=10 টাকা।
∴কলমটির ক্রয়মূল্য=10 টাকা।
২৫. একটি খাতা 36
টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, 72 টাকায় বিক্রয় করলে তাঁর দ্বিগুন লাভ হতো, খাতাটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
এখন, 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি=(x-36) টাকা
এবং 72 টাকায় বিক্রয় করলে লাভ=(72-x) টাকা
শর্তমতে,
২৬. মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400
টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128
টাকা হলে, শতকরা মুনাফার হার কত?
সমাধানঃ
আবার, 400 টাকার 5 বছরের মুনাফা=100 টাকার (4✕5) বা 20 বছরের মুনাফা
যেহেতু উভয় টাকার মুনাফা একত্রে 128 টাকা দেওয়া আছে সেহেতু,
অতএব,
∴100 টাকার 1 বছরের মুনাফা 128/32=4 টাকা
∴মুনাফার হার=4%
২৭. 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1
টাকা হলে, মূলধন কত?
সমাধানঃ
সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি, I=Pnr
মূলধন=100 টাকা
মুনাফার হার, r=4%=4/100
চক্রবৃদ্ধির ক্ষেত্রে C সবৃদ্ধি মূলধন হলে,
=100(1+4/100)2
=100{(100+4)/100}2
=100✕(104/100)2
চক্রবৃদ্ধি মুনাফা=সবৃদ্ধি মূলধন-মূলধন=(108.16-100) টাকা= 8.16 টাকা।
মুনাফার পার্থক্য=(8.16-8.00 )টাকা=0.16 টাকা।
এখন,
∴মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন (100/0.16) টাকা=625 টাকা।
∴মূলধন=625 টাকা।
২৮. কোনো আসল 3
বছরের সরল মুনাফাসহ 460 টাকা এবং 5
বছরে সরল মুনাফাসহ 600 টাকা হলে, শতকরা মুনাফার হার কত?
সমাধানঃ
এবং, 3 বছরে মুনাফাসহ আসল 460 টাকা
(-) করে, 2 বছরে মুনাফা = 140 টাকা
∴2 বছরে মুনাফা=140 টাকা
∴1 বছরে মুনাফা 140/2 টাকা=70 টাকা।
∴3 বছরে মুনাফা=70✕3 টাকা= 210 টাকা।
এখন,
3 বছরের মুনাফা 210 টাকা
(-) করে, আসল= 250 টাকা।
∴250 টাকায় 3 বছরের মুনাফা 210 টাকা
∴1 টাকায় 1 বছরের মুনাফা 210/(3✕250) টাকা
∴100 টাকায় 1 বছরের মুনাফা (210✕100)/(3✕250) টাকা=28 টাকা।
সুতরাং, মুনাফার হার= 28%
২৯. শতকরা বার্ষিক 5
টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধিমূল 990
টাকা হবে?
সমাধানঃ
n=মোট সময়=13 বছর
r=5%
প্রশ্নানুসারে,
৩০. শতকরা বার্ষিক 5
টাকা হার মুনাফার কত টাকা 13
বছরে সবৃদ্ধিমূল 1280
টাকা হবে?
সমাধানঃ
n=মোট সময়=12 বছর
r=5%
প্রশ্নানুসারে,
৩১. 5% হার মুনাফায় 8000
টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় কর।
সমাধানঃ
মূলধন, P=8000 বছর
মুনাফার হার, r=5%
=8000(105/100)3
=8000(1.05)3
=9261
∴ সবৃদ্ধিমূল=9261 টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা=(9261-8000) টাকা =1261 টাকা
আবার,
n= সময়= 3 বছর
r= মুনাফার হার = 5%
∴ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য
=(1261-1200)
=61 টাকা।
৩২. মিষ্টির উপর মূল্য সংযোজন কর x%। একজন বিক্রেতা ভ্যাটসহ P
টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? x=15, P=2300 হলে, ভ্যাটের পরিমান কত?
সমাধানঃ
∴ ভ্যাটসহ বিক্রয়মূল্য (100+x) টাকা
এখন, বিক্রয়মূল্য (100+x) টাকা হলে ভ্যাট দিতে হয় x টাকা
∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ভ্যাট দিতে হয় x/(100+x) টাকা
∴ বিক্রয়মূল্য P টাকা হলে ভ্যাট দিতে হয় Px/(100+x) টাকা
∴নির্ণেয় ভ্যাটের পরিমাণ= Px/(100+x) টাকা
আবার, x=15, P=2300 হলে,
∴নির্ণেয় ভ্যাটের পরিমাণ=300 টাকা।
৩৩. কোনো সংখ্যা ও ঐ সংখ্যার গুনাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3।
ক) সংখ্যাটি x চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ কর।
গ) প্রমাণ কর যে, x5+1/x5=123
সমাধানঃ
খ)
আমরা জানি,
=x3-1/x3
=(x-1/x)3+3.x.1/x.(x-1/x)
=(√5)3+3.√5
=8√5
∴ নির্ণেয় মান=8√5
গ)
x-1/x=√5
৩৪. কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমান পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল।
ক) সমিতির সদস্য সংখ্যা x এবং মোট চাঁদার পরিমান A হলে, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
গ) মোট চাঁদার ¼ অংশ 5% হারে এবং অবশীষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো। মোট মুনাফা নির্ণয় কর।
সমাধানঃ
∴ A=x.100x টাকা=100x2 টাকা
সম্পর্ক, A=100x2
খ)
সুতরাং, মোট চাঁদার পরিমাণ=(x-4)(100x+500)
বা, 100x2=100x2-400x+500x-2000
এবং মোট চাঁদার পরিমাণ=100✕(20)2=40000 টাকা।
গ)
∴40000 টাকার ¼ অংশ=40000✕ ¼ টাকা=10000 টাকা।
বাকি টাকা=(40000-10000)=30000 টাকা।
এখানে, P1 =10000 টাকা, P2=30000 টাকা
n1=2 বছর, n2=2 বছর
r1=5%=0.05, r2=4%=0.04
∴মোট মুনাফা=P1n1r1+ P2n2r2=10000✕2✕0.05+30000✕2✕0.04=1000+240=3400 টাকা।
∴ নির্ণেয় মোট মুনাফা 3400 টাকা।
৩৫. বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400
টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল।
ক) মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমান, না আসা যাত্রী সংখ্যার শতকতা কত তা নির্ণয় কর।
গ) বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
সমাধানঃ
না আসা যাত্রী সংখ্যা=10 জন
তাহলে, মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমান, না আসা যাত্রী সংখ্যার =(8/10)✕100%=40%
খ)
মনে করি, বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা=x
10 জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা =x-10
প্রশ্নানুসারে,
বা, 2400/(x-10)=(2400+8x)/x
∴ 10 জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা=60-10=50 জন।
∴ মাথাপিছু ভাড়া হল=2400/50=48 টাকা।
গ)
সরল মুনাফার ক্ষেত্রে,
n=13 বছর
r=5%=0.05
তাহলে, মুনাফা=Pnr=2400✕13✕0.05=1560 টাকা
আবার,
=P(1+r)n-P
=2400(1+0.05)13-2400
=2400(1.05)13-2400
=4525.5579-2400
=2125.56 (প্রায়)
৩৬. দাঁড় বেয়ে একটি খালের A বিন্দু থেকে B বিন্দুতে যেয়ে ফিরে আসতে হবে। দাঁড়ের বেগ ধ্রুব হলে স্রোত থাকলে সময় বেশি লাগবে না স্রোত না থাকলে সময় বেশি লাগবে?
সমাধানঃ
স্রোতের বেগ y কিমি/ঘণ্টা
নদীর প্রস্থ AB=d কিমি
∴ স্রোতের অনুকুলে দাঁড়ের বেগ=x+y কিমি/ঘণ্টা
এবং, স্রোতের প্রতিকুলে দাঁড়ের বেগ=x-y কিমি/ঘণ্টা
স্রোতযুক্ত অবস্থায়,
| তাহলে, মোট সময় লাগে, | |||
| t=t1+t2= |   d x+y | + |  d x-y | 
| = | d(x-y)+d(x+y)    (x+y)(x-y) | ||
| = | d(x-y+x+y)     x2-y2 | ||
| = | d.2x x2-y2 |  |  | 
| = | 2dx x2-y2 | ……..(i) | |
| এক্ষেত্রে, মোট সময় | |||
| t’=t3+t4= | d x | + | d x | 
| = | 2d 2x | 
 | 
 | 
| = | 2dx  x2 | ….(ii) | |
| অর্থাৎ, | 
 | 
 | 
| 2dx x2-y2 | > | 2dx x2 | 
৩৭. একটি মাঠে ধ্রুব হারে ঘাস বৃদ্ধি পায়। 17 টি গরু দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে। তবে 19টি গরুর লাগে 24 দিন। একদল গরু 6 দিন ঘাস খাওয়ার পর 4
টি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরো 2 দিন লাগলো। দলটিতে শুরুতে কতগুলো গরু ছিল।
সমাধানঃ
ঘাস বৃদ্ধির হার q ঘনমি/দিন
প্রতিটি গরুর ঘাস খাওয়ার হার r ঘনমি/দিন
১ম শর্তমতে,
বা, q=9r যা (i) নং এ বসিয়ে পাই,
বা, 240r+8✕9r=6xr+2xr-8r
৩৮. দুই ভাইয়ের একটি প্রশিক্ষিত ঘোড়া ছিল যা যেকোনো নির্দেশই পালন করতে পারে। দুই ভাই একই সময়ে বাসা থেকে রওনা হয়ে 20
মাইল দূরে একটি বৈশাখী মেলায় যেতে চায়। ঘোড়া যেকোনো মূহুর্তে মাত্র একজন ভাইকে বহন করতে পারে। ভাইদের বেগ ঘন্টায় 4 মাইল এবং ঘোড়ার বেগ ঘণ্টায় (মানুষসহ কিংবা ছাড়া) 10 মাইল হলে সর্বনিন্ম কত সময়ে তারা মেলায় পৌঁছাতে পারবে? প্রত্যেক ভাই কতটা পথ হাঁটবে?
সমাধানঃ
তাহলে,
বা, 6t1=6t3
বা, 6t1=14t2
বা, 14t1+12t1/7=20
=t1+t2+t3
=34/11
=3পূর্ণ1/11 ঘণ্টা।
∴১ম ভাই হাঁটবে=4t2+4t3=4✕(6/11)+4✕(14/11)=24/11+56/11=80/11 মাইল।
∴২য় ভাই হাঁটবে=4t1+4t2=4✕(14/11)+4✕(6/11)=56/11+24/11=80/11 =মাইল।
এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।
