Class 6 Math BD-ষষ্ঠ শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী ৪.৩ সদৃশ ও বিসদৃশ পদ ও বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ
সদৃশ ও বিসদৃশ পদ ও বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ
১. 5x+3y রাশিটিতে x এর সহগ নিচের কোনটি?
উত্তরঃ ঘ
২. x এর তিনগুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি?
উত্তরঃ খ
৩. 7x3✕x2 এ
এর সূচক নিচের কোনটি?
(গ) x5 (ঘ) x6
উত্তরঃ খ
৪. নিচের কোন জোড়া সদৃষ প্পদ নির্দেশ করে?
(গ) 3x2, -7x2 (ঘ) -7x2y, 8xy2
উত্তরঃ গ
৫. M2-7 রাশিটিতে m=-6 হলে, রাশিটির মান কত?
৬. a-b থেকে b-a বিয়োগ করলে, বিয়োগফল কত হবে?
(গ) 2a-2b (ঘ) a
উত্তরঃ গ
৭. x2+3, x2-2, -2x2+1 রাশি তিনটির
যোগফল কত?
(গ) x2-1 (ঘ) 1-x2
উত্তরঃ খ
৮. 5x4 রাশিটিতে—
ii. দুইটি পদ আছে
iii. x4 এর সহগ 5
নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ খ
৯. x ও y চলকদ্বয়ের—
ii. গুণফল xy
iii. বর্গের সমষ্টি x2-y2
নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ ক
x2-y2, y2-z2 এবং
z2-x2 তিনটি বীজগণিতীয়
রাশির আলোকে (১০-১১) নং প্রশ্নের উত্তর দাওঃ
১০. x=2 এবং y=-3 হলে ১ম রাশির মান কত?
(গ) 5 (ঘ) 13
উত্তরঃ খ
১১. রাশি তিনটির যোগফল কত?
(গ) 2x2+2y2+2z2 (ঘ) -2x2-2y2-2z2
উত্তরঃ ক
১২.
(ii) 4a3 রাশিটিতে a এর সূচক 3
(iii) 3x+4 রাশিতে x এর সহগ 3
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
১৩.
(ii) 3x2+2x+y-5x বীজগণিতীয় রাশিটিতে ৪টি পদ আছে।
(iii) a=2 এবং b=3 হলে, 4a-b এর মান হবে 5.
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তরঃ খ
১৪. 9x2, 8x2, 5y2 তিনটি বীজগণিতীয়
রাশি। তাহলে—
(১) রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত?
(গ) 17 (ঘ) 22
উত্তরঃ ঘ
(২) প্রথম দুইটি রাশির গূনফলের ঘাতের সূচক কত?
(গ) 4 (ঘ) 0
উত্তরঃ গ
১৫. x2+y2+z2, x2-y2+z2,
-x2+y2-z2 তিনটি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে
নিচের (১) থেকে (৪) নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
(১) প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের
কোনটি হবে?
(গ) x2-3y2+z2 (ঘ) x2+y2+z2
উত্তরঃ ক
(২) দ্বিতীয় রাশির y2 এর সহগ কত?
(গ) 1 (ঘ) 2
উত্তরঃ খ
(৩) রাশি তিনটির যোগফল কত?
(গ) x2+y2+z2 (ঘ) x2-y2+z2
উত্তরঃ গ
(৪) প্রথম দুইটি রাশির যোগফলের থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল
নিচের কোনটি হবে?
(গ) x2+2y2-2z2 (ঘ )3x2+3y2+3z2
উত্তরঃ খ
যোগ কর (১৬-২৫)
১৬. 3a+4b, a+3b
সমাধানঃ
3a+4b
a+3b
4a+7b
∴যোগফল=4a+7b
১৭. 2a+3b, 3a+5b, 5a+6b
সমাধানঃ
2a+3b
3a+5b
5a+6b
10a+14b
১৮. 4a-3b, -3a+b, 2a+3b
সমাধানঃ
4a-3b
-3a+b
2a+3b
3a+b
∴যোগফল=3a+b
১৯. 7x+5y+2z, 3x-6y+7x, -9x+4y+z
সমাধানঃ
7z+5y+2z
3x-6y+7z
-9x+4y+z
x+3y+10z
∴যোগফল=x+3y+10z
২০. x2+xy+z, 3x2-2xy+3z, 2x2+7xy-2z
সমাধানঃ
x2+xy+z
3x2-2xy+3z
2x2+7xy-2z
∴যোগফল=6x2+6xy+2z
২১. 4p2+7q2+4r2, p2+3r2,
8q2-7p2-r2
সমাধানঃ
4p2 +7q2 +4r2
p2 +3r2
8q2 -7p2 -r2
-2p2+15q2+6r2
∴যোগফল=-2p2+15q2+6r2
২২. 3a+2b-6c, -5b+4a+3c, 8b-6a+4c
সমাধানঃ
3a+2b-6c
4a-5b+3c
-6a+8b+4c
a+5b+c
∴যোগফল=a+5b+c
২৩. 2x3-9x2+11x+5, -x3+7x2-8x-3, -x3+2x2-4x+1
সমাধানঃ
2x3-9x2+11x+5
-x3+7x2-8x-3
-x3+2x2-4x+1
0+ 0 -x +3
∴যোগফল=-x+3
২৪. 5ax+3by-14cz, -11by-7ax-9cz, 3ax+6by-8cz
সমাধানঃ
5ax+3by-14cz
-7ax -11by-9cz
3ax+6by-8cz
ax-2by-31cz
∴যোগফল= ax-2by-31cz
২৫. x2-5x+6, x2+3x-2, -x2+x+1,
-x2+6x-5
সমাধানঃ
x2-5x+6
x2+3x-2
-x2+x+1
-x2+6x-5
∴যোগফল=5x
২৬. যদি a2=x2+y2-z2,
b2=y2+z2-x2, c2=x2+z2-y2
হয়, তবে দেখাও যে, a2+b2+c2=x2+y2+z2
সমাধানঃ
বামপক্ষ
= a2+b2+c2
= x2+y2-z2+ y2+z2-x2+ x2+z2-y2 [ a2,b2,c2এর মান বসিয়ে]
= x2+y2+z2
=ডানপক্ষ (দেখানো হলো)
২৭. যদি x=5a+7b+9c, y=b-3a-4c, z=c-2b+a হয়, তবে দেখাও যে,
x+y+z=3(a+2b+2c)
সমাধানঃ
বামপক্ষ
= x+y+z
=(5a+7b+9c)+( b-3a-4c)+( c-2b+a) [x,y,zএর মান বসিয়ে]
=5a+7b+9c+b-3a-4c+c-2b+a
=3a+6b+6c
=3(a+2b+2c)
=ডানপক্ষ (দেখানো হলো)
বিয়োগ কর (২৮-৩৫)
২৮. 3a+2b+c থেকে 5a+4b-23
সমাধানঃ
5a+4b-23
(-) (-) (+)
-2a-2b+3c
∴ বিয়োগফলঃ -2a-2b+3c
২৯. 3ab+6bc-2ca থেকে 2ab-4bc+8ca
সমাধানঃ
2ab-4bc+8ca
(-) (+) (-)
ab+ 10bc-10ca
∴ বিয়োগফলঃ ab+ 10bc-10ca
৩০. a2+b2+c2 থেকে –a2+b2-c2
সমাধানঃ
–a2+b2-c2
(+) (-) (+)
2a2+0+2c2
∴ বিয়োগফলঃ 2a2+2c2
৩১. 4ax+5by+6cz থেকে 6by+3ax+9cz
সমাধানঃ
6by+3ax+9cz
(-) (-) (-)
ax-by-3cz
∴ বিয়োগফলঃ ax-by-3cz
৩২. 7x2+9x+18 থেকে 5x+9+8x2
সমাধানঃ
8x2+5x+9
(-) (-) (-)
-x2+4x+9
∴ বিয়োগফলঃ -x2+4x+9
৩৩. 3x3y2-5x2y2+7xy+2
থেকে –x3y2+x2y2+5xy+2
সমাধানঃ
–x3y2+x2y2+5xy+2
(+) (-) (-) (-)
4x3y2-6x2y2+2xy+0
∴ বিয়োগফলঃ 4x3y2-6x2y2+2xy
৩৪. 4x2+3y2+z থেকে -2y2+3x2-z
সমাধানঃ
3x2-2y2-z
(-) (+) (+)
x2+5y2+2z
∴ বিয়োগফলঃ x2+5y2+2z
৩৫. x4+2x3+x2+4 থেকে x3-2x2+2x+3
সমাধানঃ
x3-2x2+3+2x
(-) (+) (-) (-)
x4+x3+3x2-2x+1
∴ বিয়োগফলঃ x4+x3+3x2-2x+1
৩৬. যদি a=x2+z2,
b=y2+z2, c=x2+y2 হয়, তবে দেখাও যে,
a+b-c=2z2
সমাধানঃ
বামপক্ষ
= a+b-c
= (x2+z2)+(y2+z2)-(x2+y2) [a,b,c এর মান বসিয়ে]
=x2+z2+y2+z2-x2-y2
=2z2
=ডানপক্ষ (দেখানো হলো)
৩৭.যদি x=a+b, y=b+c, z=c+a হয়, তবে দেখাও যে, x-y+z=2a
সমাধানঃ
বামপক্ষ
= x-y+z
=(a+b)-(b+c)+(c+a) [x,y,z এর মান বসিয়ে]
=a+a
=2a
=ডানপক্ষ (দেখানো হলো)
৩৮. যদি x=a+b+c, y=a-b-c, z=b-c+a হয়, তবে দেখাও যে, x-y+z=a+3b+c
সমাধানঃ
বামপক্ষ
= x-y+z
=(a+b+c)-(a-b-c)+(b-c+a) [x,y,z এর মান বসিয়ে]
=a+b+c-a+b+c+b-c+a
=a+3b+c
=ডানপক্ষ (দেখানো হলো)
৩৯. a2,b2,c2 তিনটি বীজগণিতীয় রাশি হলে—
(ক) b2 এর সাংখ্যিক সহগ কত?
(গ) a2 এর তিনগুণ থেকে b2 এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে c2 এর চারগুণ যোগ কর।
সমাধানঃ
b2 এর সাংখ্যিক সহগ 1
(খ)
এবং c2 এর তিনগুণ হলো 3c2
∴যোগফল 2b2+ 3c2
(গ)
b2 এর দ্বিগুণ হলো 2b2
3a2 থেকে 2b2 এর বিয়োগফল (3a2-2b2)
c2 এর চারগুণ হলো 4c2
∴বিয়োগফলের সাথে 4c2 যোগ করলে
যোগফল =(3a2-2b2)+ 4c2=3a2-2b2+ 4c2
৪০. একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের
দাম z টাকা হলে—
(ক) 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত?
(গ) 3x-2y+5z দ্বারা কী বোঝায়? Y ও z এর সাংখ্যিক সহগ কত? x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত?
সমাধানঃ
3টি খাতার দাম 3x টাকা
এবং 2টি কলমের দাম 2y টাকা
∴3টি খাতা ও 2টি কলমের মোট দাম (3x+2y) টাকা
(খ)
এবং 8টি পেন্সিলের দাম 8z টাকা
∴ 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম (5x+8z) টাকা
10টি কলমের দাম 10y টাকা
খাতা ও পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে হবে=(5x+8z)-10y টাকা।
∴ বীজগণিতীয় রাশি=(5x+8z)-10y
(গ)
2y হলো 2টি কলমের দাম এবং 5z হলো 5টি পেন্সিলের দাম।
∴ 3x-2y+5z হলো 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বিয়োগ করে বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ।
3x-2y+5z এ x এর সাংখ্যিক সহগ 3, y এর সাংখ্যিক সহগ -2
এবং z এর সাংখ্যিক সহগ 5
আবার, 3x-2y+5z রাশিতে x, y ও z এর সাংখ্যিক সহগ যথাক্রমে 3, -2 ও 5
∴এদের গুণফল=3✕(-2)✕5=-30
৪১. 5x2+xy+3y2, x2-8xy, y2-x2+10xy
তিনটি বীজগণিতীয় রাশি হলে—
(ক) প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি এবং
কী কী?
(গ) (5x2+xy+3y2)- (x2-8xy)- (y2-x2+10xy) সরল করে এর মান নির্ণয় কর; যখন x=2 এবং y=1
সমাধানঃ
প্রথম রাশির পদসংখ্যা তিনটি এবং পদগুলো হলো 5x2, xy এবং 3y2
(খ)
5x2+xy+3y2
x2-8xy
-x2+10xy+ y2
5x2+3xy+4y2
যোগফল 5x2+3xy+4y2
যোগফলের xy এর সহগ 3
(গ)
=5x2+xy+3y2- x2+8xy- y2+x2-10xy
= 5x2-xy+2y2
=5(2)2-2*1+2(1)2 [মান বসিয়ে]
=20-2+2
=20
৪২. x=(a+b)2, y=a2+2ab+b2
এবং z=a2+b2-2ab
ক. z পদগুলোর সংখ্যিক সহগ গুলোর যোগফল
নির্ণয় কর।
গ. a=3 এবং b=-2 হলে প্রমান কর যে, x=y
সমাধানঃ
ক.
z এর সাংখ্যিক সহগ গুলোর যোগফল= 1+1+(-2)=1+1-2=2-2=0
খ.
∴y+z
=(a2+2ab+b2 )+ (a2+b2-2ab)
=a2+2ab+b2 + a2+b2-2ab
= 2a2+2b2
=2(a2+b2)
∴y-z
=(a2+2ab+b2 )- (a2+b2-2ab)
=a2+2ab+b2 - a2-b2+2ab
=4ab
গ.
বামপক্ষ=x=(a+b)2=(3-2)2=12=1
ডানপক্ষ=y= a2+2ab+b2= (3)2+2*3(-2)+(-2)2=9-12+4=13-12=1
∴x=y (প্রমাণিত)
এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।