Class 6 Math BD-ষষ্ঠ শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী ৩.২-সংখ্যারেখায় পূর্ণসংখ্যার যোগ
সংখ্যারেখায় পূর্ণসংখ্যার যোগ
১.
সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করঃ
(ক)
9+(-6)
সমাধানঃ
----------------------à
ß--------------
সংখ্যারেখার 0 বিন্দু
থেকে ডানদিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর 9 বিন্দুর বামদিকে
6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই।
(খ)
5+(-11)
সমাধানঃ
ß--------------- ----------à
ß-----------------------------
সংখ্যারেখার 0 বিন্দু
থেকে ডানদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর 5 বিন্দুর বামদিকে
11 ধাপ অতিক্রম করি এবং -6 বিন্দুতে পৌঁছাই।
(গ)
(-1)+(-7)
সমাধানঃ
ß
ß-------------------
সংখ্যারেখার 0 বিন্দু
থেকে বামদিকে প্রথমে 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তারপর -1 বিন্দুর বামদিকে
7 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই।
(ঘ)
(-5)+10
সমাধানঃ
ß------------- -----------à
-------------------------à
সংখ্যারেখার 0 বিন্দু
থেকে বামদিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দুর ডানদিকে
10 ধাপ অতিক্রম করি এবং 5 বিন্দুতে পৌঁছাই।
২.
সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করঃ
(ক)
11+(-7)
সমাধানঃ
=11-7
=4
(খ)
(-13)+(+18)
সমাধানঃ
=-13+18
=5
(গ)
(-10)+(+19)
সমাধানঃ
=-10+19
=9
(ঘ)
(-1)+(-2)+(-3)
সমাধানঃ
=-1-2-3
=-6
(ঙ)
(-2)+8+(-4)
সমাধানঃ
=8+(-2)+(-4)
=8+(-6)
=8-6
=2
৩.
যোগ করঃ
(ক)
137 এবং -35
সমাধানঃ
=137-35
=102
(খ)
-52 এবং 52
সমাধানঃ
=-52+52
=0
(গ)
-31, 39 এবং 19
সমাধানঃ
=(-31)+58
=58-31
=27
(ঘ)
-50, -200 এবং 300
সমাধানঃ
=(-250)+300
=300-250
=50
৪.
যোগফল নির্ণয় করঃ
(ক)
(-7)+(-9)+4+16
সমাধানঃ
=(-16)+20
=20-16
=4
(খ)
37+(-2)+(-65)+(-8)
সমাধানঃ
=37+(-75)
=37-75
=-38