Class 6 Math BD-ষষ্ঠ শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী-৬.২ ত্রিভুজ, চতুর্ভুজ
ত্রিভুজ, চতুর্ভুজ
১. শূন্যস্থান পূরণ করঃ
উত্তরঃ ৯০০।
(খ) সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা…….।
উত্তরঃ কম।
(গ) স্থুলকোণের পরিমাপ সমকোণের পরিমাপ্পপেক্ষা………।
উত্তরঃ বেশি।
(ঘ) সমকোণী ত্রিভুজের একটি কোণ……….. এবং অপর কোণ……….।
উত্তরঃ সমকোণ, সূক্ষ্মকোণ।
(ঙ) …….. ত্রিভুজের…….স্থূলকোণ এবং……সূক্ষ্মকোণ থাকে।
উত্তরঃ স্থূলকোণী, একটি, দুইটি।
(চ) যে ত্রিভুজে প্রত্যেক কোণের পরিমাপ……..থেকে কম সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।
উত্তরঃ ৯০০।
২. ইউক্লিড কোন দেশের পন্ডিত ছিলেন?
(গ) গ্রিস (ঘ) স্পেন
উত্তরঃ গ
৩. জ্যামিতি প্রতি পাদ্যের ওপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি?
৪. খ্রিষ্টপূর্ব কত অব্দে গ্রিক পন্ডিত ইউক্লিড তার Elements পুস্তকে জ্যামিতিক প্পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়া সমূহ লিপিবদ্ধ করেন?
উত্তরঃ ক
৫. নিচের কোণের পরিমাপ দেওয়া হলো; কোণগুলো আঁক।
(ক) 300 (খ) 450 (গ) 600 (ঘ) 750
সমাধানঃ
অঙ্কনের চিত্রঃ
অঙ্কনের বিবরনঃ
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 30 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 300 ।
(খ) 450
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 45 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 450 ।
(গ) 600
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 60 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 600 ।
(ঘ) 750
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 75 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 750 ।
(ঙ) 850
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 85 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 850 ।
(চ) 1200
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 120 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 1200 ।
(ছ) 1350
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 135 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 1350 ।
(জ) 1600
একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্র বিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর OA রশ্মি আঁকি। ডান দিক থেকে চাঁদার নিচের স্কেলের 160 নির্দেশক দাগের উপর একটি বিন্দু B নিই। এবার, চাদাটিকে সরিয়ে OB রশ্মি আঁকি।
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 1600 ।
৬. অনুমান করে একটি সূক্ষ্মকোণী, একটি স্থূলকোণী ও একটি সমকোণী ত্রিভুজ আঁক।
(খ) প্রতিক্ষেত্রে কোণ তিনটি পরিমাপ কর এবং খাতায় লেখা দেখে কোণ তিনটির পরিমাপের যোগফল সবক্ষেত্রে একই বলে মনে হয় কিনা বল।
সমাধানঃ
(ক) রুলারের সাহায্যে প্রতিটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য মাপা হলো।
সুতরাং, AB=3.9 সেমি।
একইভাবে BC ও AC বাহুর দৈর্ঘ্য পরিমাপ করলে
BC=4 সেমি এবং AC=4 সেমি পাওয়া যায়।
আনুরুপভাবে, DEF ত্রিভুজ এবং GHK ত্রিভুজ এর ক্ষেত্রে পাই,
(খ) চাঁদার সাহায্যে প্রতিটি ত্রিভুজের কোণগুলো পরিমাপ করা হলো। ABC ত্রিভুজের ∠ABC
এর B বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি। লক্ষ্য করি যেন BC রেখার সাথে চাঁদার 0 বিন্দুগামী ব্যাস মিলে যায়। এখন BA রেখা চাঁদার 60 নির্দেশিত রেখায় পড়ে। সুতরাং, ∠ABC=600।
সুতরাং, ∠ABC=600, ∠BAC=650, ∠ACB=550
অনুরুপভাবে, DEF ত্রিভুজের ক্ষেত্রে,
এবং, ত্রিভুজের কোণ তিনটির পরিমাপের যোগফল=∠EDF+∠DFE+∠DEF=330+350+1120=1800
আবার, GHK ত্রিভুজের ক্ষেত্রে,
এবং, ত্রিভুজের কোণ তিনটির পরিমাপের যোগফল=∠GHK+∠HGK+∠GKH=900+450+450=1800
সুতরাং ত্রিভুজ তিনটির কোণগুলোর পরিমাপের যোগফল থেকে দেখা যায় সবক্ষেত্রে একই এবং তা 1800।
৭. নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো। প্রত্যেক ক্ষেত্রে পূরক কোণের পরিমাপ উল্লেখ কর এবং পূরক কোণটি আঁক।
(ক) 600
(খ) 450
(গ) 720
(ঘ) 250
(ঙ) 500
সমাধানঃ
আমরা জানি, দুইটি দুইটি কোণের পরিমাপের যোগফল 900 হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে।
সুতরাং,
পূরক কোন অঙ্কনঃ
(ক) 600 এর পূরক কোণ 300
(খ) 450 এর পূরক কোণ 450
(গ) 720 এর পূরক কোণ 180
(ঘ) 250 এর পূরক কোণ 650
(ঙ) 500 এর পূরক কোণ 400
৮. নিচের কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো। প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ, এর সম্পূরক কোণ ও বিপ্রতীপ কোণ আঁক এবং এদের পরিমাপ উল্লেখ কর। চিত্রে সম্পূরক কোণের বিপ্রতীপ কোণটিও চিহ্নিত কর।
(ক) 450 (খ) 1200
(গ) 720 (ঘ) 1100
(ঙ) 850
সমাধানঃ
(ক)
(খ)
(গ)
(ঘ) 1100
(ঙ)
কোণ অঙ্কনঃ
(ক)
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 450
(খ)
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 1200
(গ)
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 720
(ঘ)
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 1100
(ঙ)
∴∠AOB আঁকা হলো, যার পরিমাপ 850
৯.
চিত্রে, ∠AOB=900
ii.. ∠AOC+∠BOC=∠AOB
iii.. ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ।
নিচের কোণটি সঠিক?
চিত্রে, △ABC এর ∠BAC=1200
এবং AD⊥BC
১০. ∠ADC=কত?
উত্তরঃ ঘ
১১. ∠ABD=এর
পূরক কোণ কোণটি?
উত্তরঃ গ
১২. সরল রৈখিক কোণ নিচের কোণটি?
উত্তরঃ ঘ
১৩. রেখার—
নিচের কোণটি সঠিক?
১৪. কয়েকটি সমকোণী ত্রিভুজ আঁক। প্রতিক্ষেত্রে সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ মাপ এবং এদের পরিমাপের যোগফল নির্ণয় কর। প্রতি ক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
সমাধানঃ
∠DFE=480
∠EDF=420
∴DEF ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি
∠QRP=600
∠QPR=300
∴PQR ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি
১৫. একটি চতুর্ভুজ আঁক। এর বাহু চারটির এবং কর্ণ দুইটির
দৈর্ঘ্য মাপ। চতুর্ভুজটির কোণ চারটি মেপে তাদের পরিমাপের যোগফল নির্ণয় কর।
সমাধানঃ
ABCD চতুর্ভুজটি আঁকা হলো। AB, BC, CD ও AD উহার চারটি বাহু এবং
AC ও BD উহার দুইটি কর্ণ। ABCD চতুর্ভুজের AB বাহু বরাবর রুলার স্থাপন করি। লক্ষ্য
করি যেন, AB বাহুর A বিন্দু রুলারের 0 নির্দেশিত বিন্দুর সাথে মিলে। এখন AB বাহুর
B বিন্দু রুলারের 6.5 সেমি অঙ্কিত দাগে পড়ে। সুতরাং AB বাহুর দৈর্ঘ্য=6.5 সেমি।
সুতরাং ABCD চতুর্ভুজের বাহু চারটির দৈর্ঘ,
AB=6.5 সেমি, BC=4.5 সেমি, CD=3.5 সেমি এবং AD=5.5 সেমি।
আবার, ABCD চতুর্ভুজের কর্ণ মেপে পাই,
AC=7.5 সেমি ও BD=7.2 সেমি।
এখন, ABCD চতুর্ভুজের ∠ABC এর B বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই, ∠ABC=790।
∠BCD=1030, ∠ADC=1000, ∠BAD=780।
১৬. অনুমান করে দুইটি চতুর্ভুজ আঁক যাদের কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যই সমান নয়।
(ক) প্রতিক্ষেত্রে বাহু চারটির এবং কর্ণ দুইটির দৈর্ঘ্য মাপ ও খাতায় লেখ।
সমাধানঃ
(ক)
এভাবে, কর্ণ মেপে পাই, AC=7.5 সেমি, BD=7.2 সেমি।
আবার,
এভাবে, কর্ণ মেপে পাই, EG=6.7 সেমি, HF=7 সেমি।
(খ)
∠BCD=1030, ∠CDA=1000, ∠DAB=780।
আবার,
EFGH চতুর্ভুজের ক্ষেত্রে,
∠FGH=1030, ∠GHE=920, ∠HEF=850।
১৭. অনুমান
করে একটি বর্গ আঁক যার প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেমি।
(ক) প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য মাপ এবং খাতায় লেখ।
সমাধানঃ
ABCD একটি বর্গ আঁকা হলো যার প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং AC
ও BD এর দুটি কর্ণ।
(ক)
AC বরাবর স্কেল স্থাপন করি যেন স্কেলের 0 বিন্দু A বিন্দুর সাথে মিলে। এখন C বিন্দুতে রুলারের মাপ পাই 11.3 সেমি। অতএব, AC=11.3 সেমি।
এভাবে, BD=11.3 সেমি।
(খ)
মনে করি, AB , BC , CD ও AD বাহুর মধ্যবিন্দু যথাক্রমে E, F , G ও H।
এখন, E,F ; G,F ; G,H; EওH যোগ করি।
ফলে একটি চতুর্ভুজ উৎপন্ন হলো এবং উৎপন্ন চতুর্ভুজটি একটি বর্গ বলে মনে হয়।
EFGH বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ঃ
EF বাহু বরাবর রুলার স্থাপন করে পাই,
EF= 5.6 সেমি।
একইভাবে, FG=5.6 সেমি, GH=5.6 সেমি ও EH=5.6 সেমি।
সুতরাং, EFGH বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য 5.6 সেমি।
EFGH বর্গের কোণের পরিমাপ নির্ণয়ঃ
∠EFG এর F বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপণ করি। লক্ষ করি যেন, EF রেখার সাথে চাঁদার 0 অঙ্কিত রেখা মিলে যায়। এখন FG রেখা চাঁদার 90 অঙ্কিত রেখায় পড়ে। সুতরাং ∠EFG=900।
১৮. অনুমান করে একটি সামন্তরিক আঁক যার একটি বাহুর
দৈর্ঘ্য 4 সেমি এবিং পাশের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি। এদের বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য
মাপ এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় কর। সামন্তরিকটির কর্ণ দুইটি আঁক।
এদের ছেদবিন্দুতে কর্ণদ্বয়ের চারটি খন্ডিতাংশের দৈর্ঘ্য মাপ।
সমাধানঃ
অনুমান করে একটি সামন্তরিক ABCD আঁকা হলো যার AB বাহুর দৈর্ঘ্য
4 সেমি ও AD বাহুর দৈর্ঘ্য 3 সেমি। DC ও BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
একইভাবে পাই, CD=4 সেমি।
কোণের পরিমাপ নির্ণয়ঃ
∠ABC এর B বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে পাই ∠ABC=1000
ABCD সামন্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের চারটি খন্ডিতাংশ AO, OC, OB এবং OD এর দৈর্ঘ্য মাপতে হবে।
AO বরাবর রুলার স্থাপন করে দৈর্ঘ্য পরিমাপ করে পাই, AO=2.8 সেমি।
একইভাবে, OC=2.8 সেমি, BO=2.3 সেমি, OD=2.3 সেমি।
১৯. চিত্রে AB II CD এবং EF II GH
(ক) কারণসহ PQRS চতুর্ভুজটির নাম লেখ।
সমাধানঃ
(ক)
এখানে, AB এবং CD রেখাদ্বয়কে EF রেখা এবং GH রেখা যথাক্রমে P ও Q এবং S ও R বিন্দুতে ছেদ করেছে।
∴PS II QR এবং PPQ II SR
সুতরাং PQRS চতুর্ভুজটি একটি সামন্তরিক।
(খ)
∠PAE এর সম্পূরক ∠APE এবং একান্তর ∠PQD
(গ)
∴∠APE=অনুরুপ ∠CQE
২০. AB ও CD রেখাদ্বয় O বন্দুতে ছেদ করে।
ক. উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন কর।
গ. ∠AOC=(4x-160) এবং ∠BOC=2(x+200) হলে x এর মান কত?
সমাধানঃ
(ক)
(খ)
ফলে O বিন্দুতে ∠AOC, ∠COB, ∠BOD, ∠AOD কোণ উৎপন্ন হয়েছে। প্রমান করতে হবে যে,
∴∠AOC+∠AOD=১ সরলকোণ=২ সমকোণ।
∴∠AOD+∠BOD=১ সরলকোণ=২ সমকোণ।
সুতরাং, ∠AOC+∠AOD=∠AOD+∠BOD
(গ)
∠AOC+∠BOC=∠AOB
বা, 4x-160+2(x+200)=1800
এই অধ্যায় সহ সকল অধ্যায়ের pdf download লিঙ্ক দেখুনঃ Download Free Book মেনুতে।