Class 6 Math BD-ষষ্ঠ শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী ১.১-অঙ্কে ও কথায় লেখা, স্থানীয় মান নির্ণয় ও বৃহত্তম-ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়
অঙ্কে ও কথায় লেখা, স্থানীয় মান নির্ণয় ও বৃহত্তম-ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়
১.
নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখঃ
(ক) বিশ হাজার সত্তর, ত্রিশ হাজার আট, পঞ্চান্ন হাজার চারশ
সমাধানঃ
∴সংখ্যাটি=২০০৭০।
ত্রিশ হাজার আটঃ
∴সংখ্যাটি=৩০০০৮
পঞ্চান্ন হাজার চারশঃ
∴সংখ্যাটি=৫৫৪০০।
(খ)
চার লক্ষ পাঁচ হাজার, সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর।
সমাধানঃ
∴সংখ্যাটি=৪০৫০০০।
সাত লক্ষ দুই হাজার পঁচাত্তরঃ
∴সংখ্যাটি=৭০২০৭৫।
(গ)
ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর, ত্রিশ লক্ষ নয়শ চার।
সমাধানঃ
∴সংখ্যাটি=৭৬০৯০৭০।
ত্রিশ লক্ষ নয়শ চারঃ
∴সংখ্যাটি=৩০০০৯০৪।
(ঘ)
পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত।
সমাধানঃ
∴সংখ্যাটি=৫০৩০২০০৭।
(ঙ)
আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়।
সমাধানঃ
∴সংখ্যাটি=৯৮০৭০৫০০৯।
(চ)
একশ দুই কোটি পাঁচ হাজার সাতশ আট।
সমাধানঃ
∴সংখ্যাটি=১০২০০০৫৭০৮।
(ছ)
নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই।
সমাধানঃ
∴সংখ্যাটি=৯৫৫০৭০০০৯০।
(জ)
তিন হাজার পাচশ কোটি পঁচাশি লক্ক নয়শ একুশ।
সমাধানঃ
∴সংখ্যাটি=৩৫০০৮৫০০৯২১।
(ঝ)
পঞ্চাশ বিলিয়ন তিনশ এক মিলিয়ন পাঁচশ আটত্রিশ হাজার।
সমাধানঃ
∴সংখ্যাটি=৫০৩০১৫৩৮০০০।
২.
নিচের সংখ্যাগুলো কথায় লেখঃ
(ক)
৪৫৭৮৯; ৪১০০৭; ৮৯১০৭১
সমাধানঃ
অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪৫, শতুকের ঘরে ৭, দশকের ঘরে ৮ এবং এককের ঘরে ৯ অবস্থিত।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
পঁয়তাল্লিশ হাজার সাতশ উননব্বই।
৪১০০৭
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
একচল্লিশ হাজার সাত।
৮৯১০৭১
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
আট লক্ষ একানব্বই হাজার একাত্তর।
(খ)
২০০০৭৮; ৭৯০৬৭৮; ৮৯০০৭৫
সমাধানঃ
লক্ষের ঘরে ২, আযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে ০০, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৮ অবস্থিত।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
দুই লক্ষ আটাত্তর।
৭৯০৬৭৮
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
সাত লক্ষ নব্বই হাজার ছয়শ আটাত্তর।
৮৯০০৭৫
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর।
(গ)
৪৪০০৭৮৫; ৬৮৭০৫০৯; ৭১০৫০৭০।
সমাধানঃ
নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ৪৪, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে ০০, শতকের ঘরে ৭, দশকের ঘরে ৮ এবং এককের ঘরে ৫ অবস্থিত।
সুতরাং সংখ্যাটিকে কথায় পেকাশ করলে হয়ঃ
চুয়াল্লিশ লক্ষ সাতশ পঁচাশি।
৬৮৭০৫০৯
সুতরাং সংখ্যাটিকে কথায় পেকাশ করলে হয়ঃ
আটষাট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশ নয়।
৭১০৫০৭০
সুতরাং সংখ্যাটিকে কথায় পেকাশ করলে হয়ঃ
একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর।
(ঘ)
৫০৮৭৭০০৩; ৯৪৩০৯৭৯৯; ৮৩৯০০৭৬৫।
সমাধানঃ
কোটির ঘরে ৫, নিযুত ও লক্ষের দুইটি ঘর মিলিয়ে ০৮, অযুত ও হাজারের দুইটি ঘর মিলিয়ে ৭৭, শতকের ঘরে ০, দশকের ঘরে ০ এবং এককের ঘরে ৩ অবস্থিত।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন।
৯৪৩০৯৭৯৯
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশ নিরানব্বই।
৮৩৯০০৭৬৫
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়ঃ
আট কোটি ঊনচল্লিশ লক্ষ সাতশ পঁয়ত্রিশ।
৩.
নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করঃ
(ক)
৭২
প্রদত্ত সংখ্যাটিতে,
২ এর স্থানীয় মান ২ একক=২*১=২ বা দুই
৭ এর স্থানীয় মান ৭ দশক=৭*১০=৭০ বা সত্তর
(খ)
৩৫৯
প্রদত্ত সংখ্যাটিতে,
৯ এর স্থানীয় মান ৯ একক=৯*১=৯ বা নয়
৫ এর স্থানীয় মান ৫ দশক=৫*১০=৫০ বা পঞ্চাশ
৩ এর স্থানীয় মান ৩ শতক=৩*১০০=৩০০ বা তিনশ
(গ)
৪২০৩
৩ এর স্থানীয় মান ৩ একক=৩*১=৩ বা তিন
২ এর স্থানীয় মান ২ শতক=২*১০০=২০০ বা দুইশ
৪ এর স্থানীয় মান ৪ হাজার=৩*১০০০=৪০০০ বা চার হাজার।
(ঘ)
৭০৮০৯
৯ এর স্থানীয় মান=৯ একক=৯*১=৯ বা নয়
৮ এর স্থানীয় মান=৮ শতক=৮*১০০=৮০০ বা আটশ
৭ এর স্থানীয় মান=৭ অযুত=৭*১০০০০=৭০০০০ বা সত্তর হাজার।
(ঙ)
১৩০০৪৫০৭৮
৮ এর স্থানীয় মান=৮ একক=৮*১=৮ বা আট
৭ এর স্থানীয় মান=৭ দশক=৭*১০=৭০ বা সত্তর
৫ এর স্থানীয় মান=৫ হাজার=৫*১০০০=৫০০০ বা পাঁচ হাজার
৪ এর স্থানীয় মান=৪ অযুত=৪*১০০০০=৪০০০০ বা চল্লিশ হাজার
৩ এর স্থানীয় মান=৩ কোটি=৩*১০০০০০০০=৩০০০০০০০ বা তিন কোটি
১ এর স্থানীয় মান=১ দশক কোটি=১০*১০০০০০০০=১০০০০০০০০ বা দশ কোটি।
(চ)
২৫০০০৯৭০৯
৯ এর স্থানীয় মান=৯ একক=৯*১=৯ বা নয়
৭ এর স্থানীয় মান=৭ শতক=৭*১০০=৭০০ বা সাতশ
৯ এর স্থানীয় মান=৯ হাজার=৯*১০০০=৯০০০ বা নয় হাজার
৫ এর স্থানীয় মান=৫ কোটি=৫*১০০০০০০০=৫০০০০০০০ বা পাঁচ কোটি
২ এর স্থানীয় মান=২ দশক কোটি=২০*১০০০০০০০=২০০০০০০০০ বা বিশ কোটি।
(ছ)
৫৯০০০০৭৮৪৫
৫ এর স্থানীয় মান=৫ একক=৫*১=৫ বা পাঁচ
৪ এর স্থানীয় মান=৪ দশক=৪*১০=৪০ বা চল্লিশ
৮ এর স্থানীয় মান=৮ শতক=৮*১০০=৮০০ বা আটশ
৭ এর স্থানীয় মান=৭ হাজার=৭*১০০০=৭০০০ বা সাত হাজার
৯ এর স্থানীয় মান=৯ দশক কোটি=৯০*১০০০০০০০=৯০০০০০০০০ বা নব্বই কোটি
৫ এর স্থানীয় মান=৫ শতক কোটি=৫০০*১০০০০০০০=৫০০০০০০০০০ বা পাঁচশ কোটি।
(জ)
৯০০৭৫৮৪৩২
২ এর স্থানীয় মান=২ একক=২*১=২ বা দুই
৩ এর স্থানীয় মান=৩ দশক=৩*১০=৩০ বা ত্রিশ
৪ এর স্থানীয় মান=৪ শতক=৪*১০০=৪০০ বা চারশ
৮ এর স্থানীয় মান=৮ হাজার=৮*১০০০=৮০০০ বা আট হাজার
৫ এর স্থানীয় মান=৫ অযুত=৫**১০০০০=৫০০০০ বা পঞ্চাশ হাজার
৭ এর স্থানীয় মান=৭ লক্ষ=৭*১০০০০০=৭০০০০০০ বা সাত লক্ষ
৯ এর স্থানীয় মান=৯ দশক কোটি=৯০*১০০০০০০০=৯০০০০০০০০ বা নব্বই কোটি।
(ঝ)
১০৫৭৮০৯২৩০০৪
৪ এর স্থানীয় মান=৪ একক=৪*১=৪ বা চার
৩ এর স্থানীয় মান=৩ হাজার=৩*১০০০=৩০০০ বা তিন হাজার
২ এর স্থানীয় মান=২ অযুত=২*১০০০০=২০০০০ বা বিশ হাজার
৯ এর স্থানীয় মান=৯ লক্ষ=৯*১০০০০০=৯০০০০০ বা নয় লক্ষ
৮ এর স্থানীয় মান=৮ কোটি=৮*১০০০০০০০=৮০০০০০০০ বা আট কোটি
৭ এর স্থানীয় মান=৭ দশক কোটি=৭০*১০০০০০০০=৭০০০০০০০০ বা সত্তর কোটি
৫ এর স্থানীয় মান=৫ শতক কোটি=৫০০*১০০০০০০০=৫০০০০০০০০০ বা পাঁচশ কোটি
১ এর স্থানীয় মান=১ অযুত কোটি=১০০০০*১০০০০০০০=১০০০০০০০০০০০ বা দশ হাজার কোটি।
৪.
নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ।
সমাধানঃ
নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা=১০০০০০০০।
৫. একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম
অ ক্ষুদ্রতম সংখ্যা গঠন করঃ
(ক)
৪,৫,১,২,৮,৯,৩
সমাধানঃ
∴বৃহত্তম সংখ্যা=৯৮৫৪৩২১
(খ) ৪,০,৫,৩,৯,৮,৭
এখানে, ৯>৮>৭>৫>৪>৩>০
∴বৃহত্তম সংখ্যা=৯৮৭৫৪৩০
৬.
সাত অঙ্কবিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৭ এবং শেষে ৬ আছে?
সমাধানঃ
সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা =৯৯৯৯৯৯৯
এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা=১০০০০০
কিন্তু শর্তমতে প্রথমে ৭ এবং ৬ থাকবে,
অতএব, সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা =৭৯৯৯৯৯৬
এবং সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা=৭০০০০৬
৭.
৭৩৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় পেকাশ কর।
সমাধানঃ
বিপরীতক্রমে সাজালে সংখ্যাটি হবে=৫৫৪৩৭
সুতরাং, কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবেঃ
পঞ্চান্ন হাজার চারশ সাঁইত্রিশ।