Class 3 Math BD-অধ্যায় ৪ঃ তৃতীয় শ্রেণি-গুণ
গুণঃ
তৃতীয় শ্রেণি-৪র্থ অধ্যায়।
৪.১ঃ ২০ পর্যন্ত গুন
নামতা (১-২০):
নামতাঃ VIEW
৪.২ঃ দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুন
# একটি আনারসের দাম ২০ টাকা । যদি তুমি ৪টি ক্রয় কর, তবে এর দাম কত হবে?
#২ঃ
গুন করি
(৩) ৩৪x২=৬৮ (৪) ২৪x২=৪৮
(৫) (৬) (৭)
১০ ৩০ ২০
x৮ x২ x৩
৮০ ৬০ ৬০
(৮) (৯) (১০)
১২ ২১ ৩২
x৪ x৪ x৩
৪৮ ৮৪ ৯৬
#৩ঃ
গুন করি
(৩) ৪৯x২=৯৮ (৪) ২৫x৪=১০০
(৫) (৬) (৭)
২৪ ১২ ৪৮
x৪ x৮ x২
৯৬ ৯৬ ৯৬
৪.৩ঃ
তিন অঙ্কের সংখ্যাকে ১ অঙ্কের সংখ্যা দ্বারা গুন
#গুন
করি
(৩) ৬৮৩x৪=২৭৩২ (৪) ৪৮৫x৮=৩৮৮০
(৫) (৬) (৭)
২৭০ ৮৩৬ ১৮৯
x৫ x৪ x৯
১৩৫০ ৩৩৪৪ ১৭০১
৪.৪ঃ দুই বা তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুন
#
মীনা ১৩টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম ২১ টাকা হয়, তবে এর মোট দাম কত
হবে?
১টি পেন্সিলের দাম ২১ টাকা
১৩টি পেন্সিলের দাম=২১x১৩=২৭৩ টাকা
১.
গুন করি
১২x২৪ ৫০x১১ ৩১x২১
৪৮ ৫০ ৩১
২৪০ ৫০০ ৬২০
২৮৮ ৫৫০ ৬৫১
৩২ ৩০ ৪১
x১২ x২৩ x২৩
৬৪ ৯০ ১২৩
৩২০ ৬০০ ৮২০
৩৮৪ ৬৯০ ৯৪৩
২.
গুন করি
৫০x২০ ১৮x৭১ ৬৩x৩১
০০ ১৮ ৬৩
১০০০ ১২৬ ১৮৯
১০০০ ১২৭৮ ১৯৫৩
(৪) (৫) (৬)
৩৯x৪০ ৭৮x৩৮ ২৪x৪২
১৫৬০ ২৩৪০ ৯৬০
১৫৬০ ২৯৬৪ ১০০৮
(৭) (৮) (৯)
৭৯x৫৩ ৮৪x২৯ ৯৩x৮৯
২৩৭ ৭৫৬ ৮৩৭
৩৯৫০ ১৬৮০ ৭৪৪০
৪১৮৭ ২৪৩৬ ৮২৭৭
(১০) (১১) (১২)
২০ ১৭ ৯১
x৮০ x৬৮ x২৫
০০ ১৩৬ ৪৫৫
১৬০০ ১০২০ ১৮২০
১৬০০ ১১৫৬ ২২৭৫
(১৩) (১৪) (১৫)
৫৭ ৪৭ ৩৭
x১৯ x২৬ x৭৩
৫১৩ ২৮২ ১১১
৫৭০ ৯৪০ ২৫৯০
১০৮৩ ১২২২ ২৭০১
(১৬) (১৭) (১৮)
৯৮ ৪৭ ৯৯
x৬২ x৮৯ x৪৮
১৯৬ ৪২৩ ৭৯২
৫৮৮০ ৩৭৬০ ৩৯৬০
৬০৭৬ ৪০৮৯ ৪৭৫২
৩.
১২৭x১১ ৫০৮x১৯
১২৭ ৪৫৭২
১২৭০ ৫০৮০
১৩৯৭ ৯৬৫২
(৩) (৪)
৩৯৪x২৬ ১৯৫x৩৪
২৩৬৪ ৭৮০
৭৮৮০ ৫৮৫০
১০২৪৪ ৬৬৩০
(৫) (৬) (৭)
৩০১ ২৯৮ ১৫৭
x২১ x২৭ x৫২
৩০১ ২০৮৬ ৩১৪
৬০২০ ৫৯৬০ ৭৮৫০
৬৩২১ ৮০৪৬ ৮১৬৪
৪.৫
নিজে করিঃ
১। গুন করি
১৫x৫=৭৫ ১৮x৯=১৬২ ৫৩x৮=৪২৪
(৪) (৫) (৬)
৭৫x৬=৪৫০ ২১x৩১ ৪৮x৯৩
২১ ১৪৪
৬৩০ ৪৩২০
৬৫১ ৪৪৬৪
(৭) (৮) (৯)
১২১x৩১ ৪৯৫x১৪ ২৮৪x২৮
১২১ ১৯৮০ ২২৭২
৩৬৩০ ৪৯৫০ ৫৬৮০
৩৭৫১ ৬৯৩০ ৭৯৫২
(১০)
২৬৯x৩৫
১৩৪৫
৮০৭০
৯৪১৫
২।
গুন করি
১৪ ৫৬ ৯০
x২ x৪ x৫
২৮ ২২৪ ৪৫০
(৪) (৫) (৬)
৩৬ ২৮ ৮৯
x৪৮ x৭৩ x৬৪
২৮৮ ৮৪ ৩৫৬
১৪৪০ ১৯৬০ ৫৩৪০
১৭২৮ ২০৪৪ ৫৬৯৬
(৭) (৮) (৯)
১২১ ৩০৫ ৪৮৬
x২৩ x৭ x৯
৩৬৩ ২১৩৫ ৪৩৭৪
২৪২০
২৭৮৩
(১০) (১১) (১২)
২১০ ৩৭৩ ২৯৮
x২০ x২৮ x৩৫
০০০ ২৯৮৪ ১৪৯০
৪২০০ ৭৪৬০ ৮৯৪০
৪২০০ ১০৪৪৪ ১০৪৩০
৩।
৪টিতে ১ হালি হয়। ৫ হালিতে কতগুলো হবে?
১ হালি =৪ টি
৫ হালি=৪x৫=২০টি
৪।
যদি একগুচ্ছে ৬টি ফুল থাকে, তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে?
১ গুচ্ছে গুল থাকে ৬টি
৮ গুচ্ছে ফুল থাকে ৮x৬=৪৮টি
৫।
তমা প্রতিদিন ৪ ঘন্টা বই পড়ে। এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে?
১ সপ্তাহ=৭ দিন
তমা ১ দিনে বই পড়ে ৪ ঘণ্টা
৭ দিনে বা ১ সপ্তাহে সে বই পড়ে ৪x৭=২৮ ঘন্টা
৬।
১ দিস্তা কাগজে ২৪ তা থাকে। ১২ দিস্তায় কত তা থাকবে?
১ দিস্তা=২৪ তা
১২ দিস্তা=২৪x১২=২৮৮ তা
৮।
তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় ৪৫ কিমি যান। একই গতিতে ৮ ঘণ্টায় তিনি কত কিমি যাবেন?
১ ঘন্টায় যান ৪৫ কিমি
৮ ঘন্টায় যান=৪৫x৮=৩৬০ কিমি।
৯।
১০০ পয়সায় ১ টাকা হয়। ১০ টাকায় কত পয়সা হয়?
১ টাকা =১০০ পয়সা
১০ টাকা=১০০x১০=১০০০ পয়সা।
১০।
একটি বইয়ে ১৩০ পৃষ্টা আছে। এরুপ ২৮টি বইয়ে কত পৃষ্টা আছে?
১টি বইয়ে পৃষ্টা সংখ্যা ১৩০
২৮টি বইয়ে পৃষ্টা সংখ্যা ১৩০x২৮=৩৬৪০
১১।
রিমির টাকার ১৪ গুন টাকা নিপুর আছে। রিমির কাছে যদি ২২৫ টাকা থাকে তবে নিপুর কাছে কত
টাকা আছে?
রিমির আছে ২২৫ টাকা
নিপুর আছে ২২৫ এর ১৪ গুন=২২৫x১৪=৩১৫০ টাকা।
১২।
একটি ইলিশ মাছের দাম ৩৫০ টাকা। এরুপ ২০টি ইলিশের দাম কত?
১টি ইলিশ মাছের দাম ৩৫০ টাকা
২০টি ইলিশ মাছের দাম=৩৫০x২০=৭০০০ টাকা।