Class 4 Math BD-অধ্যায় ৩ঃ চতুর্থ শ্রেণি-গুণ
গুণ
৩.১ দুই ও তিন অঙ্কের সংখ্যার গুণ
১. গুণ করিঃ
(১) (২) (৩) (৪)
২৩ ১৭ ২২১ ৩১০
x৩ x৪ x৩ x৪
(৫) (৬) (৭) (৮)
২৮৬ ৬৬৩ ৫৬৭ ৩০৬
x৬ x৮ x৩ x৪
(৯) (১০)
২১ ২৪৮
x৪৮ x৩২
৮৪০ ৭৪৪০
১. গুণ করঃ
(১) ৫x১০=৫০ (২) ১৩x১০=১৩০
(৩) ৬৩১x১০=৬৩১০ (৪) ১০০x১০=১০০০
(৫) ৮x১০০=৮০০ (৬) ৭৪x১০০=৭৪০০
(৭) ৯৮৭x১০০=৯৮৭০০ (৮) ১০০x১০০=১০০০০
৩.২ তিন ও চার অঙ্কের গুণ
১. গুণ করঃ
১২৬ ৩২৫ ৫৬৭ ২৮০
x৬৭ x২৮ x৭৮ x৬৩
৭৫৬০ ৬৫০০ ৩৯৬৯০ ১৬৮০০
৮৪১ ৮৯১ ৪০০ ৬০০
x৬০ x৯০ x৭৭ x৮৯
৫০৪৬০ ৮০১৯০ ২৮০০০ ৪৮০০০
(৯) (১০) (১১) (১২)
৫০০ ২০৫ ৮০৩ ৭০৫
x৭৩ x৫৪ x৩৫ x৩৪
৩৫০০০ ১০২৫০ ২৪০৯০ ২১১৫০
২. গুণ করঃ
(১) (২) (৩) (৪)
১৫২ ৪৪৮ ৩৯৮ ২৪২
x১৭১ x১৪১ x১২২ x২০৮
১০৬৪০ ১৭৯২০ ৭৯৬০ ০০০০
১৫২০০ ৪৪৮০০ ৩৯৮০০ ৪৮৪০০
(৫) (৬) (৭) (৮)
১৪৯ ১২৩ ৫৫৬ ১২২
x৬১৭ x৭৪৭ x১৬৯ x১২৫
১৪৯০ ৪৯২০ ৩৩৩৬০ ২৪৪০
৮৯৪০০ ৮৬১০০ ৫৫৬০০ ১২২০০
(৯) (১০) (১১) (১২)
৫০১ ১৪০ ২৪২ ৬৯৮
x১৪০ x১৪৮ x২৪৪ x১৩২
২০০৪০ ৫৬০০ ৯৬৮০ ২০৯৪০
৫০১৪০ ১৪০০০ ৪৮৪০০ ৬৯৮০০
(১৩) (১৪) (১৫) (১৬)
১২৩৪ ৩২৪৭ ২০১৫ ৬২৫০
x৫৬ x২৯ x৩২২ x১৬
৬১৭০০ ৬৪৯৪০ ৪০৩০০ ৬২৫০০
৬৪৮৮৩০
৩. গুন করঃ
(১) (২) (৩) (৪)
১৬২ ২৪৮ ৪৭২ ২০৫
x২০২ x৩০৫ x১০৯ x৪০৭
৩২৪ ১২৪০ ৪২৪৮ ১৪৩৫
৩২৪০০ ৭৪৪০০ ৪৭২০০ ৮২০০০
৩২৭২৪ ৭৫৬৪০ ৫১৪৪৮ ৮৩৪৩৫
(৫) (৬) (৭) (৮)
৩৮ ২০৩ ১২৩ ৪৬২
x৭০ x৯০ x৩০০ x২০০
২৬৬০ ১৮২৭০ ৩৬৯০০ ৯২৪০০
৪. নিচের গুণগুলো তুলনা করে পার্থক্য
বল।
২৭-----গুণ্য--------------৩৬৯
১৬২০ ৭৩৮০
৮১০০ ৯৯৬৩
৪৮ ১২৭৩
x১২৭৩ x৪৮
৩৩৬০ ৫০৯২০
৯৬০০ ৬১১০৪
৪৮০০০
৬১১০৪
(গ) ও (ঘ) এর গুণফল একই কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো-(গ) এর ক্ষেত্রে ছোট সংখ্যাকে গুণ্য এবং বড় সংখ্যাটিকে গুণক ধরা হয়েছে এবং (গ) এর ক্ষেত্রে এর বিপরীত ধরা হয়েছে।
৫. সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করঃ
(৪) ৩০x১৬৭ (৫) ৪০x১৭৮ (৬) ২x৫৪৭৮
(১) (২) (৩) (৪)
৪৫৯ ২৭৩ ২৬৪ ১৬৭
x২১ x৪৮ x৫৪ x৩০
৯১৮০ ১০৯২০ ১৩২০০
(৫) (৬)
১৭৮ ৫৪৭৮
x৪০ x২
৩.৩ একটি সহজ পদ্ধতি
১. “২৭x৩২=৮৬৪” ব্যবহার করে নিচের হিসাবগুলো
কর।
(১) ২৭০x৩২০ (২) ২৭০০x৩২ (৩)
২৭০x৩২০০
(১) ২৭০x৩২০
=২৭x১০x৩২x১০০
=২৭x৩২x১০x১০০
=৮৬৪x১০০০
=৮৬৪০০০
(২) ২৭০০x৩২
=২৭x১০০x৩২
=২৭x৩২x১০০
=৮৬৪x১০০
=৮৬৪০০
(৩) ২৭০x৩২০০
=২৭x১০x৩২x১০
=২৭x৩২x১০x১০
=৮৬৪x১০০
=৮৬৪০০০
২. সহজ পদ্ধতিতে উপরে নিচে গুন করঃ
(১) (২) (৩) (৪)
৩৬ ১৮০ ১৭০০ ১৩০
x২০ x১৪ x২৩ x৬০
১৮০০ ৩৪০০০
২৫২০ ৩৯১০০
(৫) (৬) (৭) (৮)
২৬৩০ ১৫৩ ১২৩০ ১৬৭০০
x৩০ x২০০ x৪০০ x২০
৩.৪ অনুশীলনী
১. গুন করঃ
(১) ৭৫২x১০=৭৫২০ (২) ১০০x১০=১০০০
(৩) ৪৫৩x১০০=৪৫৩০০ (৪) ১০০x১০০=১০০০০
(৫) (৬) (৭) (৮)
১৪৫ ৭১৯ ৫৬০ ৯২৮
x২৬ x৮৮ x৬৩ x৭০
২৯০০ ৫৭৫২০ ৩৩৬০০
(৯) (১০) (১১) (১২)
৪০৬ ২০৮ ১৩৭ ১৩২
x৭৮ x৩০ x২৩২ x৭৪৬
২৮৪২০ ৪১১৪ ৫২৮০
৩১৭৮৪ ৯৮৪৭২
(১৩) (১৪) (১৫) (১৬)
৩১৪ ৪৪৯ ২০৭ ৩০৭
x২০৯ x২১৯ x৪২৯ x২০৩
৬২৮০০ ৪৪৯০ ৪১৪০ ৬১৪০০
৮৮৮০৩
(১৭) (১৮) (১৯) (২০)
১২৬৫ ৩৫৯ ২০৪৪ ৪১৮৯
x৩৪ x২ x৪১ x২১
৩৭৯৫০ ৭১৯৪ ৮১৭৬০ ৮৩৭৮০
২. সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব কর।
(১) (২) (৩)
২৫৬ ৫৬৭ ৪৫৬
x৬১ x৩৪ x৪০
১৫৩৬০ ১৭০১০
(৪) (৫) (৬)
১৬৫০ ৭৮৯ ১২৩০
x৩০ x২০০ x২০০
৩. “৪৮x১৯=৯১২” ব্যবহার করে হিসাবগুলো
কর।
(১) ৪৮০x১৯০
=৪৮x১০x১৯x১০
=৪৮x১৯x১০x১০
=৯১২x১০০
=৯১২০০
(২) ৪৮০০x১৯
=৪৮x১০০x১৯
=৪৮x১৯x১০০
=৯১২x১০০
=৯১২০০
(৩) ৪৮০x১৯০০
=৪৮x১০x১৯x১০০
=৪৮x১৯x১০x১০০
=৯১২x১০০০
=৯১২০০০
৪. নিচের হিসাবগুলো মধ্যে কোথায় ভুল
রয়েছে তা ব্যাখ্যা কর এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো কর।
১৪৩ ৯০১
x৬২ x৮৩
৮৫৮ ৭২৮
(ক) এখানে ১৪৩x২ করার সময় ভুল হয়েছে।
১৪৩
x৬২
২৮৬
৮৫৮০
৮৮৬৬
(খ)
এখানে গুন্যের ০ কে গুণ করা হয়নি। শুধ হিসাবঃ-
৯০১
x৮৩
২৭০৩
৭২০৮০
৭৪৭৮৩
৫. খালি বক্সে সঠিক অঙ্কটি বসাওঃ
(১) (২) (৩)
২৩ ৫ ৯ ৩ ৩ ৯
x৩ ৩ x ৪ x৩ ৭
৬৯০ ১ ১ ৭ ০
৬. তোমার কাছে ১০০টি ১০০ টাকার নোট
রয়েছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে?
১০০টি ১০০ টাকার নোট=১০০x১০০ টাকা=১০০০০ টাকা
অতএব, আমার কাছে আছে=১০০০০ টাকা
৭. ৩৭টি বক্সের প্রতিটিতে ৫০০টি করে
ক্রিকেট ম্যাচের টিকেট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকেট রয়েছে?
১টি বক্সে টিকিট আছে ৫০০ টি
৩৭টি বাক্সে টিকিট আছে ৫০০x৩৭ টি=১৮৫০০টি
৮. রহিমা সেলাই করে প্রতিদিন ১২৫ টাকা
উপার্জন করেন। তিন ২৫ দিনে কত টাকা উপার্জন করেন?
১ দিনে আয় করেন ১২৫ টাকা
২৫ দিনে আয় করেন=১২৫x২৫ টাকা=৩১২৫ টাকা
৯. তোমার কাছে প্রতিটি ২৩০ মিটার লম্বা
১৫টি রশি রয়েছে। যদি তুমি ১৫টি রশি এক লাইনে রাখ তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে?
১টি রশি লম্বাত ২৩০ মিটার
১৫টি রশি লম্বায় ২৩০x১৫ মিটার=৩৪৫০ মিটার।
১০। যদি তুমি একটি মাটির ব্যাঙ্কে প্রতিমাসে
১৬৫ টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে?
আমরা জানি, ১ বছর=১২ মাস
মাটির ব্যাঙ্কে ১ মাসে জমা হয় ১৬৫ টাকা
মাটির ন্যাঙ্কে ১২ মাসে জমা হয়=১৬৫x১২ টাকা=১৯৮০ টাকা।
অতএব, ১ বছরে আমি জমাবো ১৯৮০ টাকা।
১১. সেলিম তার মুরগির খামার থেকে ১৮৫টি
মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির দাম ২৭৫ টাকা করে পেলেন। তিনি মোট কত টাকা
পেলেন?
১টি মুরগি বিক্রি করে পেলেন ২৭৫ টাকা
১৮৫টি মুরগি বিক্রি করে পেলেন=২৭৫x১৮৫ টাকা=৫০৮৭৫ টাকা।
অতএব, সেলিম মোট পেলেন ৫০৮৭৫ টাকা।
১২. একটি অনুশীলনী বই প্রস্তুত করতে
৭৮টি কাগজের টুকরো প্রয়োজন। যদি তুমি ৯৫৫টি অনুশীলনী বই প্রস্তুত কর তবে তোমার কতটি
কাগজের টুকরো প্রয়োজন হবে?
১টি বই প্রস্তুতে কাগজের টুকরো প্রয়োজন ৭৮ টি
৯৫৫ টি “” “” “” “” “” “” “” =৭৮x৯৫৫ টি=৭৪৪৯০ টি।